বুধবার,১৯,নভেম্বর,২০২৫
24 C
Dhaka
বুধবার, নভেম্বর ১৯, ২০২৫
প্রচ্ছদরাজনীতিশেখ হাসিনার ফাঁসির রায় নিয়েও ষড়যন্ত্র করছে একটি মহল, মির্জা ফখরুল 

শেখ হাসিনার ফাঁসির রায় নিয়েও ষড়যন্ত্র করছে একটি মহল, মির্জা ফখরুল 

একটি মহল শেখ হাসিনার ফাঁসির রায়কে ভিন্ন খাতে ঠেলে দেওয়ার চেষ্টা করছে—এমন মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর সেলিমা রহমান বলেন, দেশ ট্রানজিশন পিরিয়ডের মধ্য দিয়ে যাচ্ছে। এই সময়ে নির্বাচনের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বুধবার দুপুরে রাজধানীতে এক অনুষ্ঠানে এসব মন্তব্য করেন নেতারা।

‘চব্বিশের গণঅভ্যুত্থানে বিএনপি’ বইটির মোড়ক উন্মোচন করা হয়েছে। অনুষ্ঠানে অংশ নেন বিএনপি নেতা–কর্মীরা।বইটিতে আরও তুলে ধরা হয়েছে শেখ হাসিনার ১৭ বছরের দুঃশাসন ও জুলাই গণঅভ্যুত্থানে হত্যাযজ্ঞের কথা। অনুষ্ঠানে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, জুলাই অভ্যুত্থানের মাস্টারমাইন্ড হলো দেশের জনগণ।

এ্যানি বলেন, ‘এই আন্দোলন–সংগ্রামের মাস্টারমাইন্ড দেশের জনগণ। যেটা আমরা নির্দ্বিধায় রাজপথে থেকে এই বাস্তবতার সঙ্গে খুব বেশি উপলব্ধি করছি।’এ সময় ফ্যাসিবাদী সব শক্তিকে রুখে দিতে নেতা–কর্মীদের প্রতি আহ্বান জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। আর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, শেখ হাসিনার ফাঁসির রায় নিয়েও ষড়যন্ত্র করছে একটি মহল।

মহাসচিব বলেন, ‘রায় দেওয়া হয়েছে কোর্টে, অন্যদিকে দেখি ভায়োলেন্স চলছে। এটা কিসের আলামত, আমি জানি না। আমি তো মনে করি, ওই রায়ের যে গুরুত্ব, সেটাকে কমিয়ে দেওয়ার জন্য একটি ভিন্ন মহল বিশ্বের দৃষ্টি অন্যদিকে নেওয়ার চেষ্টা করছে।’ আগামী নির্বাচনে জয় পেতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপি নেতারা।

সর্বশেষ