শনিবার,১৫,নভেম্বর,২০২৫
27 C
Dhaka
শনিবার, নভেম্বর ১৫, ২০২৫
প্রচ্ছদজাতীয়সিইসির সঙ্গে মার্কিন চার্জ দ্যা অ্যাফেয়ার্স জ্যাকবসনের বৈঠক

সিইসির সঙ্গে মার্কিন চার্জ দ্যা অ্যাফেয়ার্স জ্যাকবসনের বৈঠক

প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করেছন বাংলাদেশে যুক্তরাষ্ট্রের চার্জ দ্যা অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন।

সোমবার দুপুর সোয়া ২টার পর রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসির দপ্তরে এ বৈঠক শুরু হয়।

জ্যাকবসনের আগমন উপলক্ষে নির্বাচন ভবনে বাড়তি নিরাপত্তা জোরদার করে ইসি।

ইসি সচিব আখতার আহমেদ নির্বাচন ভবনের নিচতলায় প্রবেশ পথে ট্রেসি অ্যান জ্যাকবসনকে অভ্যর্থনা জানিয়েছের। ইসি সচিবের নেতৃত্বে কর্মকর্তাদের একটি দল মার্কিন প্রতিনিধি দলকে সিইসির দপ্তরে নিয়ে আসেন।

নির্বাচনী রোডম্যাপ ঘোষণা পর সিইসির সঙ্গে যুক্তরাষ্ট্রের চার্জ দ্যা অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসনে এই বৈঠক।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তা জেমস স্টুয়ার্ট এবং রাজনৈতিক বিশেষজ্ঞ ফিরোজ আহমেদ।

সুত্র বলছে, এই বৈঠকে ভোটের সার্বিক প্রস্তুতির বিষয় আলোচনায় থাকতে পারে।

এর আগে বৃহস্পতিবার দুপুরে সিইসির সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের বৈঠকটি হবার কথা থাকলে আগারগাঁওয়ের ছাত্র আন্দোলনের জন্য সেটি বাতিল হয়।

ত্রয়োদশ সংসদ নির্বাচন ঘিরে গত ২৮ অগাস্টে নির্বাচনি রোডম্যাপ ঘোষণা করেছে ইসি। দুই ডজন কাজের পরিকল্পনার মধ্যে সেপ্টেম্বরের শেষ সপ্তাহে রাজনৈতিক দলসহ অংশীজনদের সঙ্গে সংলাপের কথাও রয়েছে।

রোজার আগে ফেব্রুয়ারির প্রথমার্ধে সংসদ নির্বাচন হবে। ভোটের দিনের প্রায় দুই মাস আগে তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন।

সর্বশেষ