শুক্রবার,২৯,মার্চ,২০২৪
24 C
Dhaka
শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
Homeরাজনীতিসুনামগঞ্জে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে দেশজুড়ে সমাবেশের ঘোষণা ওয়ার্কার্স পার্টির

সুনামগঞ্জে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে দেশজুড়ে সমাবেশের ঘোষণা ওয়ার্কার্স পার্টির

নতুন কথা প্রতিবেদন: সুনামগঞ্জ জেলার শাল্লা উপজেলার হবিপুর ইউনিয়নের নোয়াগাঁওয়ে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘরে জঙ্গি হামলা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে আগামী ২৪ মার্চ সারা দেশে বিক্ষোভ সমাবেশ কর্মসূচির ঘোষণা দিয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটি।

শুক্রবার (১৯ মার্চ) বিকেলে দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য ফজলে হোসেন বাদশার সাক্ষরিত একটি বিশেষ চিঠিতে বিক্ষোভ সমাবেশের উদ্যোগ নিতে দলের প্রতিটি জেলা কমিটির নেতৃবৃন্দদের প্রতি নির্দেশনা দেয়া হয়।

চিঠিতে বলা হয়, ‘সুনামগঞ্জ জেলাধীন শাল্লা উপজেলার হবিপুর ইউনিয়নের নোয়াগাঁওয়ে সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িঘরে হেফাজত ও জামায়াতের জঙ্গি হামলা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে আগামী ২৪ মার্চ সারা দেশে সাম্প্রদায়িকতাবিরোধী বিক্ষোভ ও সমাবেশ করার আহ্বান জানানো হয়েছে।’

চিঠিতে উল্লেখ করা হয়, ওয়ার্কার্স পার্টির সকল জেলা নেতৃবৃন্দ ঐক্যবদ্ধভাবে; একাত্তরের ঘাতক দালার নির্মূল কমিটি, বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন, হিন্দু-বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদসহ সকল সাম্প্রদায়িকতাবিরোধী সংগঠনদের নিয়ে যৌথভাবে এই বিক্ষোভ সমাবেশ করার অনুরোধ করা হয়েছে।’

সর্বশেষ