শনিবার,৪,মে,২০২৪
29 C
Dhaka
শনিবার, মে ৪, ২০২৪
Homeরাজনীতি"তিস্তা মহাপরিকল্পনা" বাস্তবায়নের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

“তিস্তা মহাপরিকল্পনা” বাস্তবায়নের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি

রংপুর প্রতিনিধি:“তিস্তা নদী ব্যবস্থাপনা ও পুনরুদ্ধার প্রকল্প” শীষক মহাপরিকল্পনার কাজ দ্রুত শুরু কারার দাবিতে ১৭ জুন বাণিজ্যমন্রীর মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি হস্তান্তর করা হয়।স্মারকলিপি হস্তান্তরের সময় এ নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে বাণিজ্যমন্রী বলেন,তিস্তা নদী সুরক্ষায় গৃহীত মহাপরিকল্পনা বাস্তবায়নের বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনায় রযেছ।তিনি উত্তরাঞ্চলের বৈষম্য এবং তিস্তার দু:খ মোচনে দ্রুত কাজ শুরু করার বিষয়ে মাননীয় প্রধানমন্ত্রী’র সাথে কথা বলবেন বলে নেতৃবৃন্দকে আশ্বস্ত করেন। রংপুর বাসভবনে স্মারকলিপি হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ” তিস্তা বাঁচাও,নদী বাঁচাও সংগ্রাম পরিষদ সভাপতি নজরুল ইসলাম হক্কানী,সাধারণ সম্পাদক শফিয়ার রহমান,স্ট্যান্ডিং কমিটির সদস্য, বেরোবির সহযোগী অধ্যাপক ড.তুহিন ওয়াদুদ,বেরোবির সহকারী অধ্যাপক নুরুজ্জামান খান,অধ্যক্ষ মোহাম্মদ আলী এবং বখতিয়ার হোসেন শিশির।অনুষ্ঠানে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন,তিস্তা চুক্তি সই, জলাধার নির্মাণসহ ৬ দফা দাবির যৌক্তিকতা তুলে ধরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিস্তা বাঁচাও,নদী বাচাও সংগ্রাম পরিষদের নেতারা।

সর্বশেষ