রবিবার,৯,নভেম্বর,২০২৫
26 C
Dhaka
রবিবার, নভেম্বর ৯, ২০২৫
প্রচ্ছদখেলাধুলাব্যাডমিন্টন ফেডারেশনের সাধারণ সম্পাদক যখন কোচ!

ব্যাডমিন্টন ফেডারেশনের সাধারণ সম্পাদক যখন কোচ!

আগামী অক্টোবরে অস্ট্রেলিয়ার সিডনিতে অনুষ্ঠিত হবে রকেটো সিডনি ইন্টারন্যাশনাল এবং ইউনেক্স বেনদিগো ইন্টারন্যাশনাল ব্যাডমন্টিন চ্যাম্পিয়নশিপ। ৮ থেকে ১৯ অক্টোবরের মধ্যে অনুষ্ঠিতব্য এই দুটি টুর্নামেন্টে অংশ নেওয়ার জন্য বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন ১‌২ সদস্যের দল পাঠাচ্ছে।

এই দলের অস্ট্রেলিয়া সফরের জন্য মঙ্গলবার (২৬ আগস্ট) যুব ও ক্রীড়া মন্ত্রণালয় অনুমোদনও দিয়েছে। জিও নেওয়া দলে ৯ খেলোয়াড়ের সাথে রয়েছেন দলনেতা, ম্যানেজার ও কোচ। বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের সাধারণ সম্পাদক রাসেল কবির সুমন কোচের দায়িত্ব পালন করবেন। দলনেতা হিসেবে থাকবেন মো. কামরুজ্জামান ও ম্যানেজার রাইসুল আলম খান।

৯ খেলোয়াড় হচ্ছেন-খন্দকার আবদুস সোয়াদ, আয়মান ইবনে জামান, মোয়াজ্জেম হোসাইন অহিদুল, আল-আমিন জুমার, গৌরব সিংহ, আবদুল জাহির তানভির, মিজানুর রহমান, রাহাতুন নাঈম ও উর্মি আক্তার।

এ সফর প্রসঙ্গে রাসেল কবির সুমন জাগো নিউজকে বলেন,’ আমি একটি টুর্নামেন্ট করে চলে আসবো। দ্বিতীয়টিতে কোচের দায়িত্ব পালন করবেন ম্যানেজার রাইসুল আলাম খান। তিনিও আমার মতো তালিকাভূক্ত কোচ।’

সর্বশেষ