রবিবার,৯,নভেম্বর,২০২৫
23 C
Dhaka
রবিবার, নভেম্বর ৯, ২০২৫
প্রচ্ছদরাজনীতিধানের শীষ এবং শাপলা কলির হাড্ডাহাড্ডি লড়াই হবে, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী

ধানের শীষ এবং শাপলা কলির হাড্ডাহাড্ডি লড়াই হবে, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী

“জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের দলীয় প্রতীক হিসাবে ‘শাপলা কলি’ নেবে বলে জানিয়েছে দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী” 

রবিবার (২ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘জনতার মধ্যে ইতোমধ্যেই “শাপলা” প্রতিষ্ঠিত হয়েছে, সেখানে এখন যুক্ত হচ্ছে “কলি”। আমরা ইনশাআল্লাহ “শাপলা কলি” নিচ্ছি। পুরো বাংলাদেশের মানুষ ও জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীদের আহ্বান জানাচ্ছি—আপনারা যে যেখানে প্রার্থী হতে চান, আপনারা নিজ নিজ নির্বাচনি প্রস্তুতি নিন।’ তিনি বলেন, ‘এখন নির্বাচন কমিশন যদি প্রজ্ঞাপন বা গণবিজ্ঞপ্তি জারি করে, তাহলে আমরা “শাপলা কলি” প্রতীকেই যাচ্ছি।’ তিনি আরও বলেন, ‘নির্বাচন কমিশনের স্বেচ্ছাচারী আচরণ এখন পুরো দেশের সামনে স্পষ্ট হয়েছে। তবে আমরা প্রতীক নিয়েই পড়ে থাকতে চাই না। বৃহত্তর রাজনৈতিক স্বার্থ বিবেচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছি।’

নাসীর বলেন, ‘ইসি বেগুন, খাট, লাউ এগুলা বাদ দিয়েছে এবং নতুন কিছু প্রতীক অন্তর্ভুক্ত করেছে। এখানে আমরা একটা প্রতীক দেখতে পেয়েছি শাপলা কলি নামে। আমরা আজ আমাদের পছন্দের তালিকার প্রথমে রেখেছি শাপলা, দ্বিতীয়তে রেখেছি সাদা শাপলা আর তৃতীয় রেখেছি শাপলা কলি। অর্থাৎ আমাদের প্রার্থী প্রতীকের মধ্যে যদি কোনও দল আবার এটার জন্য আবেদন করে, তাহলে শাপলা কলি নিয়ে একটা সিমিলারিটি তৈরি হবে। সেজন্য আমরা এটা আবেদনের মধ্যে দিয়ে রেখেছি। তবে আমাদের পছন্দের প্রথম জায়গাটা আমরা রেখেছি “শাপলা”, দ্বিতীয়তে রেখেছি “সাদা শাপলা” এবং তৃতীয় রেখেছি “শাপলা কলি”।’ তিনি বলেন, ‘নির্বাচন কমিশন খুব ধীরগতিতে চলাফেরা করছে। আমরা অনেক আগে অ্যাপ্লাই করেছিলাম। এ পর্যন্ত এটাতে তারা কোনও সমাধান করতে পারেন নাই। তো আমরা তাদের কাছে আহ্বান জানিয়েছিলাম দ্রুত এ বিষয় যাতে সমাধান করে।’

তিনি বলেন, ‘ইলেকশনের ডামাডোল অলরেডি বাংলাদেশে শুরু হয়েছে। আমরা ইলেকশনের ফেজের মধ্যে যেতে চাই এবং ফেব্রুয়ারি ইলেকশনটা যাতে সুন্দরভাবে বাস্তবায়ন হয় তাতে আমরাও অংশগ্রহণ করতে চাই। সেই জায়গাতে জাতীয় যে স্বার্থ রয়েছে ওভারঅল রাজনীতির যে পরিস্থিতি রয়েছে দেশবাসীর মধ্যে আমরা শাপলা কলি নিয়ে কিছু পজিটিভ সাড়া পেয়েছি। এবং এটা শাপলাই ছিল শাপলা আরও এক ধাপ এগিয়ে হলো শাপলা কলি এসেছে। অর্থাৎ শাপলাও আছে কলিও আছে। তো সেই জায়গাতে নির্বাচন কমিশন আমরা যতটুক চিন্তা করেছি তারা এক ধাপ একটু বেড়ে চিন্তা করে এখানে শাপলা এবং কলি অন্তর্ভুক্ত করেছে। তো আমরা এটা পজিটিভলি নিয়েছি। এবং তাদেরকে আমরা আহবান জানিয়েছি যে দ্রুত গতিতে যাতে এনসিপির যে নিবন্ধন প্রক্রিয়া এটা সম্পূর্ণ করে। আমরা যাতে আমাদের মাঠে প্রতীক নিয়ে যেতে পারি সে বিষয়ে সুরাহা বা সমাধান করার জন্য এবং আগামীতে ইনশাআল্লাহ ধানের শীষ এবং শাপলা কলির হাড্ডাহাড্ডি লড়াই হবে।’

সর্বশেষ