শান্তিনিকেতন ছেড়ে কলকাতায় নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। ২২দিন নিজের বাসভবন প্রতীচীতে কাটিয়ে তিনি ফিরেছেন। পরিবার সূত্রে জানা গিয়েছে, কলকাতায় একটি অনুষ্ঠানে যোগদান করার পর তিনি বিদেশে চলে যাবেন। প্রসঙ্গত, গত ৩১জুলাই শান্তিনিকেতনে আসেন তিনি। সেদিনই বাংলা ভাষাভাষীদের উপর আক্রমণ এবং পরিযায়ী শ্রমিকদের হেনস্তার বিরুদ্ধে সরব হন। অধ্যাপক সেন সেদিন জানিয়েছিলেন, একটি ভাষার যে মূল্য পাওয়া উচিত তা না পেলে তা বড় অবহেলা। সেই অবহেলা বন্ধ হওয়া প্রয়োজন। তাঁর মতে, শুধু বাঙালি নয়, ভারতবর্ষের যে কোনও অঞ্চলের মানুষ অন্যত্র হেনস্তার হলে তার বিরুদ্ধেও সমানভাবে আওয়াজ তুলতে হবে। এদিন অমর্ত্যবাবুর মেয়ে ইন্দ্রাণীকে নিয়ে কলকাতার উদ্দেশে রওনা দেন। শরীর কেমন জানতে চাওয়ায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, খুব ভালো আছি বলতে পারছি না। শারীরিক কষ্ট চলছে। রাজ্যের শিক্ষা দুর্নীতি প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি এড়িয়ে যান। বলেন, এসব বৃহৎ বিষয়ে আলোচনা করতে আমি এখন রাজি নই। বিশ্বভারতীতে তাঁর সম্পর্কিত যে সভা আয়োজন করার কথা ছিল তার স্থান বদল করে বোলপুরের গীতাঞ্জলি প্রেক্ষাগৃহে অনুষ্ঠিত হয়। সেই প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, হয়নি, তাই আমিও যাইনি। আয়োজন করা হলে যেতাম কিনা তারও উত্তর দিতে পারছি না। শান্তিনিকেতনে আবার খুব তাড়াতাড়ি আসছি।
প্রচ্ছদসীমানা পেরিয়েবাংলা ভাষাভাষীদের উপর আক্রমণ এবং পরিযায়ী শ্রমিকদের হেনস্তার বিরুদ্ধে সরব নোবেলজয়ী অর্থনীতিবিদ...
বাংলা ভাষাভাষীদের উপর আক্রমণ এবং পরিযায়ী শ্রমিকদের হেনস্তার বিরুদ্ধে সরব নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন
0
18



