নীলফামারী উত্তরা ইপিজেডে শ্রমিকদের ওপর পুলিশের গুলিবষর্ণে একজন শ্রমিকের মৃত্যু, বহু শ্রমিক আহত হওয়ার ঘটনার বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি পলিটব্যুরো তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে লিখিত বিবৃতি প্রদান করে।
নেতৃবৃন্দ বলেন, বর্তমান সরকার বৈষম্য বিরোধীতার নামে ছাত্রদের ঘাড়ে চেপে ক্ষমতা দখল করলেও বৈষম্য নিরস কোন প্রমান রাখতে তারা ব্যর্থ হয়েছেন। গত একবছরে দেশের আর্থিক অবস্থা ক্রমাগত নাজুক হয়ে পড়েছে, শিল্প কলকারখানার শ্রমিককেরা চরমভাবে নিষ্পেষিত হচ্ছেন, চাকুরী হারাচ্ছেন। উত্তরা ইপিজেডে শ্রমিকেরা দীর্ঘদিন ধরে তাদের ন্যায্য দাবী নিয়ে লড়াই করছেন, তাদের দাবীর প্রতি মালিকপক্ষ মেনে না নিয়ে শ্রমিকদের ওপর পুলিশ লেলিয়ে দিয়ে শ্রমিক হত্যার মত অমানবিক ঘটনা সৃষ্টি করেছে যার দায় সরকারের ওপর বর্তায়। এই ঘটনার বিচার বিভাগীয় সুষ্টু তদন্তসহ দোষী ব্যক্তিদের শাস্তি, শ্রমিকদের ন্যায্য দাবী, নিহত ও আহতদের ক্ষতিপূরণসহ সুচিকিৎসা দাবীসহ শ্রমিকদের সকল দাবী মেনে নেওয়ার আহবান জানানো হয় এবং ইপিজেডে শ্রমিকদের ট্রেড ইউনিয়ন করার অধিকার দেওয়ারও দাবী জানান।



