নতুন কথা প্রতিবেদন: “একুশ সালে বাংলাদেশ যেমন উন্নয়নশীল দেশে উর্ত্তীণ হয়েছে, তেমনি দুর্নীতি ও বৈষম্য বেড়েছে চতুর্গুণ বা তার চেয়েও বেশী। বেড়েছে সাম্প্রদায়িকতা ও সহিংসতা। সংকুচিত হয়েছে শ্রমিক-কৃষক, সাধারণ মানুষের অধিকার, গণতান্ত্রিক অধিকার। নির্বাচনী ব্যবস্থা মুখ থুবড়ে পড়েছে। এই অবস্থায় নতুন বছরে দুর্নীতি, বৈষম্য, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, গণতান্ত্রিক অধিকার, ভোটাধিকার নিশ্চিত করতে ওয়ার্কার্স পার্টিকে আরও সাহস ও দায়িত্ব নিয়ে জনগণকে ঐক্যবদ্ধ ও সংগঠিত করতে হবে। উন্নয়ন বনাম গণতন্ত্র নয়, গণতন্ত্রকে করতে হবে উন্নয়নের নিয়ামক।”


সভা শুরুতে কেন্দ্রীয় কমিটির সদস্য রাজবাড়ি জেলা সম্পাদক কমরেড রেজাউল করিম রেজা, বিশিষ্ট শিক্ষাবিদ, সাংবাদিক, মুক্তিযোদ্ধাসহ মৃত্যুতে ও লঞ্চ দুর্ঘটনায় ঝালকাটি জেলার সুগন্ধা নদীতে অর্ধশতাধিক যাত্রীর প্রানহানির ঘটনায় গভীর শোক প্রকাশ ও নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
সভায় মহানগর কমিটির সাধারণ সম্পাদক কমরেড কিশোর রায়ের রিপোর্টের ওপর আলোচনা করেন- কমরেড মোঃ তৌহিদ, কমরেড জাহাঙ্গীর আলম ফজলু, কমরেড কাজী আনোয়ারুল ইসলাম টিপু, কমরেড বেনজির আহমেদ, কমরেড মুর্শিদা আখতার নাহার,কমরেড কাজী মাহমুদুল হক সেনা,কমরেড সাদাকাত হোসেন খান বাবুল, কমরেড শিউলি সিকদার,কমরেড আব্দুল আহাদ মিনার,কমরেড তাপস দাস, কমরেড রফিকুল ইসলাম সুজন, কমরেড তাপস কুমার রায়, কমরেড জাকির হোসেন, কমরেড তপন সাহা, কমরেড ওমর ফারুক সুমন, কমরেড অতুলন দাস আলো প্রমুখ।



