মঙ্গলবার,১৮,নভেম্বর,২০২৫
23 C
Dhaka
মঙ্গলবার, নভেম্বর ১৮, ২০২৫
প্রচ্ছদসীমানা পেরিয়েনিউইয়র্ক এমন একজনকে মেয়র হিসেবে পেয়েছে যে সমাজবাদী ও কমিউনিস্ট, বলেছেন- ...

নিউইয়র্ক এমন একজনকে মেয়র হিসেবে পেয়েছে যে সমাজবাদী ও কমিউনিস্ট, বলেছেন- ট্রাম্প পুত্র এরিক ট্রাম্প

নিউইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি ভারতীয়দের ঘৃণা করেন বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছেলে এরিক ট্রাম্প। ফক্স নিউজকে মঙ্গলবার (১৮ নভেম্বর) দেওয়া এক সাক্ষাৎকারে এমন কথা বলেন এরিক।

এক সময় নিউইয়র্ক বিশ্বের সেরা শহর হলেও ‘রাজনীতির’ কারণে শহরটি তার সেরার খেতাব হারিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

মামদানির কড়া সমালোচনা করে ট্রাম্প পুত্র বলেন সমাজতান্ত্রিক ডেমোক্র্যাটরা শহরের যা প্রয়োজন তা বোঝে না। এরিক বলেন, “নিউইয়র্ক এমন একজনকে মেয়র হিসেবে পেয়েছে যে সমাজবাদী ও কমিউনিস্ট। যিনি গ্রোসারি দোকানগুলোকে জাতীয়করণ, দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে গ্রেপ্তার করতে চান, ইহুদিদের ঘৃণা করেন, ভারতীয়দের ঘৃণা করেন।”

এদিকে গত ৫ নভেম্বর যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় শহর নিউইয়র্কে ইতিহাস গড়েন জোহরান মামদানি। এদিন দক্ষিণ এশীয় বংশোদ্ভূত এই মুসলিম রাজনীতিক শহরটির প্রথম মুসলিম মেয়র নির্বাচিত হন। তিনি বিপুল ভোটে জয় পেয়ে মেয়র হন।

হুজাতি ও বহুধর্মীয় এই শহরের ভোটাররা মামদানির জয়কে অগ্রগতির প্রতীক হিসেবে দেখছেন। তবে তার সমর্থকরা বলছেন, এটি ধর্ম বা জাতিগত পরিচয়ের নয়, বরং জীবনযাত্রার ব্যয় কমানোর মতো বাস্তব ইস্যুতে তিনি যেভাবে মনোযোগ কেড়ে প্রচারণার চালিয়েছেন, সেটিরই জয় হয়েছে।

গত বছর সামান্য অর্থ এবং পরিচিতি নিয়ে কোনো রকম প্রাতিষ্ঠানিক দলীয় সমর্থন ছাড়াই এই প্রতিযোগিতার দৌড়ে অংশ নিয়েছিলেন জোহরান মামদানি। এরপর ধীরে ধীরে মানুষের মন জয় করে নেন তিনি। যা তাকে শহরটির প্রথম মুসলিম মেয়র হওয়ার সুযোগ করে দেয়।

সূত্র: ফক্স নিউজ

সর্বশেষ