কিউবা বিপ্লবের মহাননেতা ও প্রয়াত সাবেক প্রেসিডেন্ট ফিদেল কাস্ত্রোর ৯৯তম জন্মদিন আজ।সারা বিশ্বে যখন কমিউনিস্ট স্বপ্ন ধুসর হয়ে পরছে ঠিক তখন কমিউনিস্ট ব্যবস্থার বৃহত্তম শত্রু বলে পরিচিত পুঁজিবাদি আমেরিকার দোরগোড়াতেই কিউবায় সমাজতান্ত্রিক ব্যবস্থা ও লাল পতাকা তুলে ধরে রেখেছিলেন কাস্ত্রো। তার সমর্থকেরা তাকে সমাজতন্ত্রের চ্যাম্পিয়ন হিসেবে দেখেন, যিনি জনগণের কাছে কিউবাকে ফেরত দিয়েছিলেন।
১৯২৬ সালের ১৩ই অগাস্ট জন্ম হয় ফিদেল আলেসান্দ্রো কাস্ত্রো রুৎজের।যিনি মার্কিন সাম্রাজ্যবাদের হৃদকম্পন ফিদেল কাস্ত্রো নামে দুনিয়াব্যাপী পরিচিত। একজন ধনী কৃষক আনহেল মারিয়া বাউতিস্তা কাস্ত্রোর সন্তান ছিলেন কাস্ত্রো।সান্টিয়াগোর ক্যাথলিক স্কুলে শিক্ষাজীবন শুরু হয় ফিদেলের। পরে তিনি যোগ দেন হাভানার কলেজ এল কলেজিও ডে বেলেন-এ।
১৯৪০-এর দশকে হাভানা বিশ্ববিদ্যালয়ে আইন পড়বার সময়ে তিনি রাজনীতিতে জড়িয়ে পড়েন। কিউবা বিপ্লবের প্রধান নেতা ফিদেল ফেব্রুয়ারি ১৯৫৯ থেকে ডিসেম্বর ১৯৭৬ পর্যন্ত কিউবার প্রধানমন্ত্রী ছিলেন, এরপর ফেব্রুয়ারি ২০০৮-এ তাঁর স্বেচ্ছায় সরে যাওয়ার আগ পর্যন্ত কিউবার মন্ত্রী পরিষদের প্রেসিডেন্ট ছিলেন। ১৯৬১ সালে কিউবা কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠালগ্ন থেকে ২০১৬ সালের ২৫ই নভেম্বর এই বিপ্লবী হাভানায় মৃত্যুর আগ পর্যন্ত প্রধান হিসেবে ছিলেন।
প্রয়াত মহান বিপ্লবী ফিদেল কাস্ত্রোর জন্মদিনে এই মহান নেতার প্রতি রইল শ্রদ্ধাঞ্জলি ও লাল সালাম।



