রবিবার,৯,নভেম্বর,২০২৫
26 C
Dhaka
রবিবার, নভেম্বর ৯, ২০২৫
প্রচ্ছদসম্পাদকীয়উপ-সম্পাদকীয়রাজনীতিতে হঠাৎ সেফ এক্সিট

রাজনীতিতে হঠাৎ সেফ এক্সিট

রাজনীতিতে হঠাৎ সেফ এক্সজিট (নিরাপদ প্রস্থান) এই দুটি শব্দ কয়েকদিন যাবত খুব শোনা যাচ্ছে। শব্দ দুটির উৎপত্তি ১/১১ এর সময়। এখন আবার সেই পুরানো শব্দ দুটি শহরে,গ্রামে,গঞ্জে,আড্ডায়,চায়ের দোকান পর্যন্ত তুমুল ঝড় তুলেছে। সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে উঠে আসা, এনসিপি’র নেতা সদ্য সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন” আমরা কয়েকজন উপদেষ্টাকে বিশ্বাস করে প্রতারিত হয়েছি” তারা কারা এখনো তিনি খোলাসা করেননি। আরেকজন সাবেক সমন্বয়ক বর্তমান এনসিপির গুরুতপুর্ন নেতা বলেছেন মৃত্যু ছাড়া সেফ এক্সজিট নাই! খুবই উদ্বেগের বিষয়। সন্মিলিত ভাবে উপদেষ্টা পরিষদ কোনো বিবৃতি দেন নাই। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কেউ কেউ নিজের মতো উত্তর দিয়েছেন। নাহিদ ইসলাম যদি প্রতারিত হোন, তবে জাতি হতাশ এটুকু বুঝবার সক্ষমতা জাতির রয়েছে। তাহলে আশা- হতাশা-নিরাশা- প্রতারনা সব মিলিয়ে যাত্রা কোন পথে ? মিনিয়ন ডলার প্রশ্ন, কে দেবে উত্তর? সাধারন মানুষ হিসাব মেলাতে পারছে না, তবে সময় ঠিক হিসাব মিলিয়ে দেবে, এটা নিশ্চিত। যারা পথ দেখাবে বলে স্বপ্নবান করেছিলো, তারাই কি আজ তিন রাস্তার মোড়ে দাঁড়িয়ে? কোথায় যেনো কি রান্না হচ্ছে গন্ধ পাওয়া গেলেও ঠিক গন্তব্য জানা যাচ্ছে না।

রাষ্ট আর রাজনীতি কি তবে, ঘেরা টোপে ঘুরপাক খাচ্ছে? ইতিহাস কাউকেই সেফ এক্সিট দেয়নি, ভবিষতে দিবে কি? অংকের নাম সরল হলেও, আসলে কিন্ত সরল না।

সর্বশেষ