রবিবার,১৬,নভেম্বর,২০২৫
24 C
Dhaka
রবিবার, নভেম্বর ১৬, ২০২৫
প্রচ্ছদরাজনীতিশেখ হাসিনার পতন মানে বঙ্গবন্ধুর নাম মুছে যায়নি, কাদের সিদ্দিকী

শেখ হাসিনার পতন মানে বঙ্গবন্ধুর নাম মুছে যায়নি, কাদের সিদ্দিকী

“বাংলাদেশ কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, ‘বর্তমান সরকার দেশকে বিভক্ত করেছে” কারণ নিবন্ধিত ৪০-৫০টি দল থাকলেও রাষ্ট্রীয় বৈঠকে তারা শুধু নিবন্ধিত ৩টি দলকেই ডেকে থাকে। তাই নির্বাচনের আগে সরকারের আহ্বানে আর কোনও কর্মসূচিতে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছি। নির্বাচন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠান হওয়ায় তাদের ডাকে এসেছি।’

রবিবার (নভেম্বর ১৬) বিকালে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সিইসির সঙ্গে রাজনৈতিক দলের প্রতিনিধিদের মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

কাদের সিদ্দিকী বলেন, ‘জুলাই আন্দোলনে অংশগ্রহণকারীদের ভবিষ্যতে শাস্তি দেওয়ার সুযোগ নেই। কারণ শেখ হাসিনার পতন আল্লাহর পক্ষ থেকে গজব। তাই আন্দোলনকারীদের শাস্তি হলে আল্লাহকেও সাজা দিতে হবে। তবে শেখ হাসিনা মানে মুক্তিযুদ্ধ নয় বা আওয়ামী লীগ নয়। কারণ তিনি এই দুটি আদর্শের বাইরে পরিচালিত হয়েছিলেন। তাই শেখ হাসিনার পতন হয়েছে মানে বঙ্গবন্ধুর নাম মুছে যায়নি।’ তিনি বলেন, ‘জয়বাংলা পছন্দ না হতে পারে। কিন্তু জয়বাংলা বললে জেলে নিতে হবে এটার জবাব ভবিষ্যতে প্রজন্মকে কী জবাব দেওয়া যাবে?’ কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি বলেন, ‘আল্লাহর গজবের কারণেই শেখ হাসিনার পতন হয়েছে। কারণ ৫ আগস্ট দেশের মানুষ যেভাবে রাস্তায় নেমেছে, স্বাধীনতার পর এমন চিত্র আর দেখিনি। কারণ তিনি মানুষের ভোটাধিকার হরণ করেছেন। অন্যায় শাসন করেছেন। আগামীতে কেউ এমনটি করতে চাইলে তাদেরও একই পরিণতি ভোগ করতে হবে।’

তিনি আরও বলেন, ‘ইসলামী ভাবাপন্ন সবাইকে ভালোবাসি। জামায়াতে ইসলামীকেও ভালোবাসতাম, যদি তারা সহিহ নিয়তে ও সঠিক নিয়মে ক্ষমা চাইতো। জুলাই আন্দোলনে অংশগ্রহণকারীরা আমার পছন্দের হলেও তারা মুক্তিযুদ্ধ, মুজিববাদ ও জিয়াবাদ মানেনি।’ এনসিপি প্রসঙ্গে এই নেতা বলেন, ‘এনসিপি নিয়ে আমি ভীত। কারণ তারা মুক্তিযুদ্ধকে সম্মান জানাতে ব্যর্থ।’

কাদের সিদ্দিকী আরও বলেন, ‘ক্ষমতায় থাকতে ড. ইউনূসকে শেখ হাসিনা পদে পদে হয়রানি করছে। আমরা তার পাশে দাঁড়িয়েছিলাম। তার কাছে অনেক ভালো কিছু আশা করেছিলাম। কিন্তু ক্ষমতায় বসে তিনি পরিবর্তন হয়ে গেছেন। শেখ হাসিনা আপনাকে ধন্যবাদ, কারণ আপনি আমার আগে ড. ইউনূসকে চিনতে পেরেছিলেন।’

গণভোট প্রসঙ্গে তিনি বলেন, ‘জাতীয় নির্বাচনের দিন গণভোট ৫ শতাংশও পড়বে না। কেউ গণভোট দেবে না।’ কৃষক শ্রমিক জনতা লীগ সভাপতি বলেন, ‘আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে নির্বাচন করতে দেওয়া হবে না বলেও শুনছি। সংখ্যাগরিষ্ঠ জনগণকে বাইরে রেখে ভালো ভোট করতে পারবে না সরকার।’

তিনি বলেন, ‘লকডাউন কোনও রাজনৈতিক কর্মসূচি হতে পারে না। আওয়ামী লীগ কি এতই দৈন্য হয়েছে, এ ধরনের কর্মসূচি দিতে হবে?’ তিনি আরও বলেন, ‘জাতীয় পার্টি ও বামদলকে ভোট করতে না দেওয়ার সিদ্ধান্ত সমর্থন করা যায় না। তাদের ছাড়া নির্বাচন গ্রহণযোগ্য হবে না। সরকারকে বলবো, ভালো ও নিরপেক্ষ ভোট করতে পারলে মানুষের কাছে সম্মানিত হবেন।’

সর্বশেষ