Monday,2,December,2024
19 C
Dhaka
Monday, December 2, 2024
Homeজাতীয়অনলাইন সংবাদপত্রসহ বিভিন্ন সামাজিক মিডিয়ায় জননেতা রাশেদ খান মেননের বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা...

অনলাইন সংবাদপত্রসহ বিভিন্ন সামাজিক মিডিয়ায় জননেতা রাশেদ খান মেননের বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ ——পলিটব্যুরো

গত ১৭ অক্টোবর ইত্তেফাকে অনলাইন ডিজিটাল রিপোর্টের নামে “অনুসন্ধানে নেমেছে দুদক আওয়ামী জোটের নেতা মেননের ২৫ হাজার কোটি টাকার সম্পদ এই শিরোনামে যে রিপোর্টটি প্রকাশ করেছে তা পরিপূর্ণ ভাবে প্রত্যাখান করে প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সংবাদ পত্রে প্রকাশার্থে নিম্নলিখিত বিবৃতি প্রদান করে।
পলিটব্যুরো মনে করে দুদকের নাম ব্যবহার করে কোন স্মারক সূত্র ব্যবহার ছাড়া, দুদকের আনুষ্ঠানিক অভিযোগ ছাড়াই কল্পনার ফানুস উড়িয়ে জননেতা রাশেদ খান মেননের মত গণমানুষের নেতার বিরুদ্ধে সম্পদের পাহাড় গড়ার দূনীর্তির মিথ্যা রিপোর্ট বানিয়ে সংবাদ পত্রে প্রকাশ এক গর্হিত অন্যায় এমনকি অপরাধও বটে। ঐ মিথ্যা রিপোর্টের সূত্র ধরে বিভিন্ন অন লাইন, পোর্টাল, ইউটিউবে নানান রং লাগিয়ে ঐ রিপোর্ট প্রকাশের মধ্যদিয়ে সমাজে হেয় প্রতিপন্ন করে কারারুদ্ধ মেননকে জনবিচ্ছিন্নতার জায়গায় দাঁড় করনোর অপচেষ্টাকেও নিন্দা জানানো হয় এবং তা বন্ধের দাবী জানানো হয়।”

সর্বশেষ