Wednesday,13,November,2024
23 C
Dhaka
Wednesday, November 13, 2024
Homeজাতীয়আগামী ইউপি নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ কর-ওয়ার্কার্স পাটি

আগামী ইউপি নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ কর-ওয়ার্কার্স পাটি

ঢাকা ডেস্কঃ বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন এমপি ও সাধারণ সম্পাদক কমরেড ফজলে হোসেন বাদশা এমপি আরেক দফা আসন্ন ইউপি নির্বাচনকে নিরপেক্ষ, অবাধ ও সুষ্ঠু করা আহবান জানিয়েছেন। আজ বিবৃতিতে তাঁরা বলেন, নির্বাচনে মানুষের আস্থা ফিরিয়ে আনতে হলে নির্বাচন কর্মকর্তা বিশেষ করে নির্বাচন কমিশন সহ প্রশাসনের সক্রিয় ইতিবাচক ভূমিকা রাখতে হবে। নির্বাচনে সহিংসতা, প্রশাসনের নিস্ক্রিয়তা ও কেন্দ্র দখলের ঘটনা নির্বাচন প্রক্রিয়া সম্পর্কে ভোট দাতাদের আস্থা নষ্ট করে এবং ভোটদানে নিরুৎসাহিত করে। বিবৃতিতে তারা জনগণ যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে তার জন্য নির্বাচন কমিশনের সক্রিয় ও সর্বোচ্চ উদ্দ্যেগ কামনা করেন।

সর্বশেষ