বৃহস্পতিবার,২৫,ডিসেম্বর,২০২৫
14 C
Dhaka
বৃহস্পতিবার, ডিসেম্বর ২৫, ২০২৫
প্রচ্ছদশিক্ষা সংস্কৃতিসংস্কৃতিআদিবাসীদের চোখে প্রযুক্তির ভবিষ্যৎ: আজ আন্তর্জাতিক আদিবাসী দিবস

আদিবাসীদের চোখে প্রযুক্তির ভবিষ্যৎ: আজ আন্তর্জাতিক আদিবাসী দিবস

নতুন কথা ভাষ্য: ভোরের আলো ফুটতেই বাংলাদেশের পাহাড় ও সমতলের আদিবাসী গ্রামগুলোতে আজ এক বিশেষ দিন। আন্তর্জাতিক আদিবাসী দিবস শুধু একটি তারিখ নয়, বরং ইতিহাস, পরিচয় আর সংগ্রামের প্রতীক। ১৯৯৪ সালে জাতিসংঘ এ দিনকে বিশ্ব আদিবাসীদের অধিকার রক্ষা ও সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণের জন্য চিহ্নিত করে, ১৯৯৫ সাল থেকে আনুষ্ঠানিকভাবে পালিত হচ্ছে দিনটি।

পৃথিবীর প্রায় ৪৭৬ মিলিয়ন আদিবাসী, ৯০টিরও বেশি দেশে ছড়িয়ে-ছিটিয়ে থাকা এই মানুষগুলো বহন করে চলেছে ভাষার ভাণ্ডার, গান, নৃত্য, রঙিন পোশাক, অনন্য কৃষি ও পরিবেশ জ্ঞানের উত্তরাধিকার। কিন্তু এই ধনভাণ্ডার প্রতিনিয়ত হারিয়ে যাওয়ার হুমকিতে আছে।

এ বছরের প্রতিপাদ্য — “Indigenous Peoples and AI: Defending Rights, Shaping Futures” অর্থাৎ কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) মাধ্যেমে আদিবাসীদের অধিকার রক্ষা ও অধিকার প্রতিষ্ঠায় সম্ভাবনার সন্ধান । এর মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহারের সুযোগ ও ঝুঁকি উভয়ই তুলে ধরা হচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই তৃণমূল আদিবাসীদের কাছে হয়তো এখনো দূরের প্রযুক্তি, কিন্তু এর সম্ভাবনা তাদের জীবনে গভীর প্রভাব ফেলতে পারে। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, এআই ব্যবহার করে বিলীনপ্রায় ভাষা সংরক্ষণ, মৌখিক ইতিহাস রেকর্ড করা, এমনকি ভূমি অধিকারের তথ্যচিত্র তৈরি করা সম্ভব। তবে তিনি সতর্ক করে দিয়েছেন—আদিবাসীদের অংশগ্রহণ ছাড়া এই প্রযুক্তি ভুল উপস্থাপনা, বৈষম্যমূলক অ্যালগরিদম এবং তাদের তথ্যের অপব্যবহারের নতুন ঝুঁকি তৈরি করতে পারে।

বাংলাদেশের প্রেক্ষাপটে সরকারি শুমারি বলছে, আদিবাসীর সংখ্যা প্রায় ১৬ লাখ ৫০ হাজার। কিন্তু সংগঠনগুলো দাবি করে, প্রকৃত সংখ্যা দুই থেকে চার মিলিয়নের মধ্যে। এই জনগোষ্ঠী ৫৪টিরও বেশি ভিন্ন জাতিগোষ্ঠীতে বিভক্ত, অন্তত ৩৫টি ভাষা ব্যবহার করে। পার্বত্য চট্টগ্রাম থেকে সিলেট, দিনাজপুর, ময়মনসিংহ, টাঙ্গাইল—দেশের নানা প্রান্তে তারা বাস করে।

তাদের জীবনে আজও ভূমি অধিকার হারানোর ভয়, জোরপূর্বক উচ্ছেদ, ভাষা ও সংস্কৃতির অবক্ষয়, আইনি স্বীকৃতির অভাব, শিক্ষা ও স্বাস্থ্যসেবায় বৈষম্য—সবকিছুই বাস্তবতা। সম্প্রতি Zo Reunification Organization (ZoRO) জাতিসংঘের UNDRIP ( United Nations Declaration on the Rights of Indigenous Peoples ) চুক্তি বাস্তবায়নে বাংলাদেশ, ভারত ও মিয়ানমারের অনীহা তুলে ধরেছে।

কিন্তু সব চ্যালেঞ্জের মধ্যেও আদিবাসীরা হাল ছাড়েনি। গানের সুরে, পাহাড়ের ঢালে ধান চাষে, রঙিন পোশাকে এবং গল্পের ভেতরে তারা এখনো নিজের পরিচয় ধরে রেখেছে। প্রযুক্তি যদি তাদের হাতে সঠিকভাবে পৌঁছায়, তবে হয়তো হারিয়ে যাওয়া ভাষাগুলো আবার ফিরে আসবে শিশুদের ঠোঁটে, প্রাচীন গল্পগুলো নতুন প্রজন্মের কানে বেজে উঠবে, আর ভূমি অধিকার রক্ষার লড়াইতে তারা পাবে নতুন শক্তি।

আজকের আন্তর্জাতিক আদিবাসী দিবস তাই শুধু উদযাপন নয়—এটি একটি প্রতিজ্ঞা, যে প্রযুক্তির যুগেও আদিবাসীরা নিজেরাই নিজের ভবিষ্যৎ লিখবে।

সর্বশেষ