Friday,6,December,2024
26 C
Dhaka
Friday, December 6, 2024
Homeসম্পাদকীয়শোক কথানতুন প্রজন্মকে কবির সৃষ্টি দায়বদ্ধতার কথা স্মরণ করিয়ে দেবে কবি আবু বকর...

নতুন প্রজন্মকে কবির সৃষ্টি দায়বদ্ধতার কথা স্মরণ করিয়ে দেবে কবি আবু বকর সিদ্দিক

মহান মুক্তিযুদ্ধের শব্দ সৈনিক, গণশিল্পী সংস্থার অন্যতম প্রতিষ্ঠাতা, গণসংস্কৃতি আন্দোলনের যোদ্ধা প্রয়াত কবি আবুবকর সিদ্দীক স্মরণে বাংলাদেশ গণশিল্পী সংস্থার আয়োজিত এক স্মরণ সভা ১৮ জানুয়ারি বিকেল সাড়ে ৪টায় কবি দুখু বাঙালের সভাপতিত্বে উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র তালুকদার আব্দুল খালেক।

কবির প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখেন অধ্যাপক আনোয়ারুল কাদির, গণশিল্পীর কেন্দ্র সহ-সভাপতি অধ্যাপক আব্দুস সালাম, সাধারণ সম্পাদক অধ্যাপক মাহমুদুল হাসান, ঋষিজ শিল্পীগোষ্ঠীর ফকির সিরাজ ও সাধারণ সম্পাদক সমর বড়ুয়া, কবির ভগ্নিপতি মোঃ নজরুল ইসলাম। সভায় বক্তারা বলেন নতুন প্রজন্মকে কবির সৃষ্টি দায়বদ্ধতার কথা স্মরণ করিয়ে দেবে। কবির রচিত কবিতা আবৃত্তি করেন হুসাইন বিল্লাহ, মেহেদী মুকুট ও অনামিকা সাহা তিন্নি। কবির লেখা গণসংগীত পরিবেশন করেন ঋষিজ শিল্পীগোষ্ঠীর ফকির সিরাজ,সমর বড়ুয়া, গণ শিল্পী মাহমুদুল হাসান এবং গণ্য শিল্পী সংস্থা ঝিনাইদাহ ও কালিগঞ্জ শাখার শিল্পী বৃন্দ।

জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। কবির জীবনী নিয়ে লেখা”রক্তিম অভিবাদন” পাঠ করেন অধ্যাপক মাধব রুদ্র। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন মিনা মিজানুর রহমান।

সর্বশেষ