24 C
Dhaka
শুক্রবার, মার্চ ৩১, ২০২৩

অনলাইন টিভি

Bangladesh
2,038,014
কোভিড-১৯ সর্বমোট আক্রান্ত
Updated on March 31, 2023 5:04 AM
Homeসংগ্রামে সংগঠনআলমডাংগায় ওয়ার্কার্স পার্টির কর্মীসভা 

আলমডাংগায় ওয়ার্কার্স পার্টির কর্মীসভা 

নতুন কথা ডেস্ক :গত ৩ মার্চ বুধবার বিকালে চুয়াডাংগার আলমডাংগার আইন্দিপুর ফুটবল মাঠে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির আলমডাংগা উপজেলা কমিটির এক কর্মী সভা অনুষ্টিত হয়।আলমডাংগা শাখার সভাপতি কমরেড আমিনদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাংগা ওয়ার্কার্স পার্টির সাধারন সম্পাদক কমরেড আনোয়ার হোসেন,বিশেষ অতিথি ছিলেন জেলাকমিটির সম্পাদক মমন্ডলির  সদস্য  কমরেড সিরাজুল হক, কমরেড সিরাজুল ইসলাম বদ্দি,কমরেড জমাত আলি,কমরেড ওয়াহেদ আলি,কমরেড দাউদ হোসেন,কমরেড  আব্দুল হামিদ,দামুড়হুদা উপজেলা ওয়ার্কার্স পাটির সদস্য কমরেড আব্দুস সামাদ প্রমুখ।
সভা পরিচালনা ও সঞ্চালনায় ছিলেন ছাত্র মৈত্রীর চুয়াডাংগা  জেলাকমিটির সভাপতি আলমগির হোসেন,সভায় বাংলাদেশের ওয়ার্কার্স  পার্টির আলমডংগা শাখার শতশত নেতা কর্মিরা উপস্থিত ছি

সর্বশেষ