28 C
Dhaka
সোমবার, সেপ্টেম্বর ২৫, ২০২৩

অনলাইন টিভি

Bangladesh
2,045,602
কোভিড-১৯ সর্বমোট আক্রান্ত
Updated on September 25, 2023 12:56 AM
Homeজাতীয়ইসিকে ১১ দফা প্রস্তাব বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির

ইসিকে ১১ দফা প্রস্তাব বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির

ঢাকা প্রতিনিধিঃ নির্বাচন কমিশনে (ইসি) ধারাবাহিক সংলাপে অংশ নিয়ে ১১ দফা প্রস্তাব দিয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। দলটির সাধারণ সম্পাদক কমরেড ফজলে হোসেন বাদশা এমপি তার সূচনা বক্তব্যে প্রস্তাবগুলো সংলাপে উপস্থাপন করেন। সোমবার (২৫ জুলাই) দুপুরে নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে কমরেড বাদশার নেতৃত্বে দলটির ৯ জন প্রতিনিধি অংশগ্রহন করেন। প্রতিনিধি দলে ছিলেন পার্টির পলিটব্যুরো সদস্য কমরেড আনিসুর রহমান মল্লিক, কমরেড মাহমুদুল হাসান মানিক, কমরেড কামরূল আহসান, কমরেড হাজী বশিরুল আলম, কমরেড অধ্যক্ষ নজরুল ইসলাম হক্কানী, কমরেড আলী আহমদ এনামুল হক এমরান, কেন্দ্রীয় কমিটি সদস্য কমরেড এ্যাড. জোবায়দা পারভীন এবং তথ্য ও প্রযুক্তিবিদ ইঞ্জিঃ আব্দুল্লাহ। এসময় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে অন্য চার নির্বাচন কমিশনারসহ ইসির উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ