31 C
Dhaka
সোমবার, জুন ৫, ২০২৩

অনলাইন টিভি

Bangladesh
2,039,244
কোভিড-১৯ সর্বমোট আক্রান্ত
Updated on June 5, 2023 12:00 AM
Homeজাতীয়এই ইউপি নির্বাচন, নির্বাচন সম্পর্কে মানুষের যে সামান্য আস্থা টুকু ছিল তাও...

এই ইউপি নির্বাচন, নির্বাচন সম্পর্কে মানুষের যে সামান্য আস্থা টুকু ছিল তাও নিঃশেষ করল——–ওয়ার্কার্স পাটি

ডেস্ক রিপোর্টঃবাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো সদ্য সমাপ্ত প্রথম দফা ইউপি নির্বাচন সম্পর্কে বলেছে, এই নির্বাচন নির্বাচন সম্পর্কে মানুষের যে সামান্য আস্থা টুকু ছিল তাও নিঃশেষ করল। কেবল বরিশাল বিভাগের নির্বাচনে সহিংসা, কেন্দ্র দখল, পুলিশ ও র‌্যাবের নিস্ক্রীয়তা, ক্ষেত্র বিশেষে সরাসরি সহযোগিতা সমস্ত নির্বাচনী প্রক্রিয়া সম্পর্কে মানুষের আস্থা বিশ^াসকে চরমভাবে আঘাত করল। সামনের ধাপের নির্বাচনসমূহ যে একই ঘটনাবলীর পুনরাবৃত্তি হবে তা এখনই বলে দেয়া যায়।

ওয়ার্কার্স পার্টির বিবৃতিতে বলা হয় পার্টি ইউপি নির্বাচনকে নিরপেক্ষ ও সুষ্ঠু করার জন্য নির্বাচন কমিশনসহ প্রশাসনের সকল পর্যায়ে যোগাযোগ করেছে। তারা প্রত্যেকেই নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের সর্বোচ্চ চেষ্টা করবে বলে প্রতিশ্রুতি দিলেও মাঠের পরিস্থিতি ভিন্ন চিত্র দেয়। ওয়ার্কার্স পার্টি নির্বাচন নিয়ে এ ধরণের ছেলেখেলা বন্ধ করার ও সময় থাকতে নির্বাচনী ব্যবস্থার পুণর্গঠন করার জন্য পুনরায় নির্বাচন কমিশনাসহ সকল কর্তৃপক্ষকে আহবান জানাচ্ছে।

সর্বশেষ