নতুন কথা ডেস্কঃ নতুন কথা’র প্রাক্তন ব্যবস্থাপক কমরেড বাবুল আক্তারের মাতা মোছাঃ পেয়ারা বেগম আর নেই। তিনি গত ১৭ অক্টোবর রাজবাড়ী জেলার সদর উপজেলার ধুমচি লক্ষীকুল গ্রামে নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। কমরেড বাবুলের মা পেয়ারা বেগম দীর্ঘদিন থেকে দুরারোগ্য ব্যধি ক্যান্সারে ভুগছিলেন। তিনি ২ ছেলে, ৩ মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। কমরেড বাবুল আক্তারের মাতার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন ও সাধারণ সম্পাদক কমরেড ফজলে হোসেন বাদশা। নতুন কথা’র প্রাণ কমরেড বাবুল আক্তারের মৃত্যুতে শোক জানিয়েছে নতুন কথা পরিবার।