খুলনা অফিস : বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি খুলনা মহানগর কমিটির সম্পাদক মন্ডলীর সদস্য ও খানজাহান আলী থানা কমিটির সম্পাদক কমরেড আব্দুস সাত্তার মোল্লা একটি সাজানো, হয়রানি ও ষড়যন্ত্রমূলক মামলায় ১৫ দিন আটক থাকার পর ২২ জানুয়ারি শুক্রবার বেলা ১১.৫০ মিনিট সময় খুলনা জেলা কারাগার থেকে মুক্তি লাভ করেন। জেলগেটে তাকে অভিনন্দন জানান ওয়ার্কার্স পার্টির খুলনা মহানগর কমিটির সভাপতি কমরেড শেখ মফিদুল ইসলাম। এ সময় অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত থাকেন পার্টির খুলনা জেলা সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড দেলোয়ার উদ্দিন দিলু, পার্টির মহানগর সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড নারায়ন সাহা। আরো উপস্থিত কমরেড সাত্তার মোল্লার সঙ্গীয় মুক্তিপ্রাপ্ত সাথী মোঃ সোহেল।