Sunday,8,December,2024
17 C
Dhaka
Sunday, December 8, 2024
Homeজাতীয়কেন্দ্রীয় শহীদ মিনারে ওয়ার্কার্স পার্টির পুষ্পার্ঘ অর্পণ

কেন্দ্রীয় শহীদ মিনারে ওয়ার্কার্স পার্টির পুষ্পার্ঘ অর্পণ

নতুন কথা ডেস্ক: ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি রাষ্ট্রভাষা বাংলা চাই এই দাবির ভিত্তিতে মাতৃভাষার মর্যাদা রক্ষার লড়াইয়ে আত্মহুতি দিয়েছিলেন, সালাম, বরকত, রফিক, জব্বার প্রমুখ দামাল ছেলেরা। আজ তার ৭১ বছর পুর্তি। আজ রাত ১২.৩০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পক্ষ থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আত্মদানকারী বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় উপস্থিত ছিলেন ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য কমরেড আনিসুর রহমান মল্লিক, কমরেড মাহমুদুল হাসান মানিক, কমরেড কামরূল আহসান, কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড জাকির হোসেন রাজু, কমরেড মোস্তফা আলমগীর রতন কমরেড সাব্বাহ আলী খান কলিন্স, কমরেড কিশোর রায়, কমরেড মোতাসিম বিল্লাহ সানি প্রমুখ।

ওয়ার্কার্স পার্টি ঢাকা মহানগর উত্তরের শ্রদ্ধার্ঘ

ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে আজ সকাল ৭.৩০ বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ঢাকা মহানগর দক্ষিণের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য কমরেড কামরূল আহসান, পার্টির ঢাকা মহানগর দক্ষিণের আহবায়ক কমরেড কিশোর রায়, কমরেড কাজী আনোয়ারুল ইসলাম টিপু, কমরেড মুর্শিদা আখতার নাহার, কমরেড তপন সাহা, কমরেড তাপস দাস, কমরেড ওমর ফারুক সুমন, কমরেড আনোয়ার আলী, কমরেড মঈনুদ্দীন আহমদ রাসেল, কমরেড রুহুল আমিন, কমরেড আমিনুল ইসলাম, কমরেড ফুলবাবু, কমরেড মানিক হাওলাদার, কমরেড সোহেল মাহমুদ, কমরেড রাজন চৌধুরী প্রমুখ। পুষ্পার্ঘ্য নিবেদন শেষে মুষ্টিবদ্ধ হাত তুলে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়।

অনুরূপ ভাবে একই সময়ে পার্টি ঢাকা মহানগর উত্তরের পক্ষ থেকে শহীদ বেদীতে পুষ্পার্ঘ্য নিবেদন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তরের আহবায়ক কমরেড সাদাকাত হোসেন খান বাবুল, কমরেড তৌহিদুর রহমান, কমরেড তাজুল ইসলাম, কমরেড তাপস কুমার রায়, কমরেড ইয়াদুল ইসলাম, কমরেড বাচ্চু মিয়া প্রমুখ পুষ্পার্ঘ্য নিবেদন শেষে মুষ্টিবদ্ধ হাত তুলে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়।

সর্বশেষ