Thursday,5,December,2024
19 C
Dhaka
Thursday, December 5, 2024
Homeসংগ্রামে সংগঠনগ্রেফতারকৃত ছাত্রনেতাদের মুক্তির দাবি বাংলাদেশ ছাত্র মৈত্রীর

গ্রেফতারকৃত ছাত্রনেতাদের মুক্তির দাবি বাংলাদেশ ছাত্র মৈত্রীর

নতুন কথা ডেস্ক : বাংলাদেশ ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় সভাপতি কাজী আব্দুল মোতালেব জুয়েল এবং সাধারণ সম্পাদক অতুলন দাস আলো এক যৌথ বিবৃতি এ দাবি করেন।
বৃহস্পতিবার (০৪ মার্চ) বিবৃতিতে তারা বলেন,‘ডিজিটাল নিরাপত্তা আইনের নামে কালো আইন বাতিল, কারা হেফাজতে লেখক মুশতাকের নিহত হওয়ার প্রতিবাদে মিছিলে শিক্ষার্থী ও ছাত্রনেতাদের উপর পুলিশ বাহিনী হামলা ও ৭ জনকে গ্রেফতার করে। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে সকল অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ ও দাবি আদায়ের জন্য রাজনৈতিক আন্দোলন করার নাগরিক অধিকার সুরক্ষিত থাকে। বর্তমানে তা ধীরে ধীরে হ্রাস পাচ্ছে যা গণতন্ত্র পরিপন্থী। এটা কোনভাবেই কাম্য হতে পারে না। অনতিবিলম্বে গ্রেফতারকৃত শিক্ষার্থী ও ছাত্রনেতাদের মুক্তি দিতে হবে এবং ডিজিটাল নিরাপত্তা কালো আইন বাতিল করতে হবে।’

সর্বশেষ