চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রামের সীতাকুন্ডে বেসরকারি কন্টেইনার টার্মিনাল বি এম কন্টেইনারের দুর্ঘটনায় হতাহতদের দেখতে অদ্য সন্ধ্যা ৭ ঘটিকায় যুবমৈত্রী চট্টগ্রাম জেলা কমিটির সংগ্রামী সভাপতি আবুল মনসুর এর নেতৃতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পরিদর্শন করেন কমিটির নেতৃবৃন্দ। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের শারীরিক অবস্থা, চিকিৎসা ও সার্বিক বিষয়ে খোঁজখবর নেওয়া হয়।এসময় উপস্থিত ছিলেন জেলা সাধারণ সম্পাদক ইঞ্জিঃ আব্দুল্লাহ, সহ-সভাপতি অভিজিৎ দাশ, বাবলু দাশ, প্রচার সম্পাদক দোলন পাল, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক প্রকাশ চক্রবর্তী, দপ্তর সম্পাদক ইউনুস ফয়সা্ল, অর্থ সম্পাদক সাইমুনুর রহমান চৌধুরী, পাহাড়তলী থানা কমিটির সদস্য রুমন মজুমদার, সাবেক ছাত্রনেতা মোঃ মাহমুববসহ অন্যানরা।
পরবর্তীতে দুর্ঘটনায় আক্রান্ত অগ্নিদগ্ধের জন্য সার্জারী ওয়ার্ডের কর্তব্যরত চিকিৎসকদলের নিকট প্রয়োজনীয় সিরিঞ্জ,ইনজেকশন, বার্নেস ক্রিম, গজ-ব্যান্ডেজ,বেদনানাশক, ট্যাবলেট ও খাবার পানীয় বুঝিয়ে দেওয়া হয়। এছাড়াও কোনও গ্রুপের রক্ত কিংবা আরো ওষুদের প্রয়োজন থাকলে যোগাযোগের জন্য অনুরোধ করা হয়।চট্টগ্রাম জেলা কমিটি ক্ষতিগ্রস্তদের চিকিৎসা শেষ হওয়া পর্যন্ত রোগীদের পাশ থাকার অঙ্গীকার ক্রেন।