চট্টগ্রাম প্রতিনিধিঃ বাংলাদেশ যুব মৈত্রী চট্টগ্রাম জেলার পাহাড়তলী থানার উদ্যোগে আজ বিকেল ৪টায় সভাপতি ইউনুছ ফয়সালের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোঃ টুটুলের সঞ্চালনায় নগরীর পাহাড়তলী থানার বাচা মিয়া চত্তরে অবস্থিত হাসেম বিল্ডিং য়ে অস্থায়ী কার্যালয়ে প্রশিক্ষণ কর্মশালা ও ইফতারের আয়োজন করা হয়।অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জেলার যুব মৈত্রীর বিপ্লবী সাধারন সম্পাদক মোঃ আব্দুল্লাহ ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা ও গবেষণা সম্পাদক প্রকাশ চক্রবর্তী।এছাড়াও উপস্থিত ছিলেন পাহাড়তলী থানার সহ-সভাপতি জোবায়ের হোসেন,যুগ্ন-সম্পাদক ওমর ফারুক ফাহিম,সদস্য রুমন মজুমদার, নুর উদ্দিন,আলী,রাকিব,মেহেদী মাঝি,মোঃনুর উদ্দিন,আনোয়ার হোসেন,সালাউদ্দিন, দিদারুল ইসলাম,মাকছুদুর রহমান,বিপ্লব হোসেন,আলী আজগর,মনির হোসেন,রুবেল,ছারোয়ার হোসেন,খোকন দাশ,মোঃ আজিজ প্রমুখ।
সভায় বক্তারা বলেন, বাংলাদেশ সৃষ্টির লগ্ন থেকে যুবসমাজের অধিকার আদায়ে দায়িত্বশীল ভুমিকা পালন করে এসেছে বাংলাদেশ যুব মৈত্রী। বর্তমানে বাংলাদেশের রাজনীতির যে মহা সংকট সেই সংকট কাটিয়ে উঠতে যুব মৈত্রীর নেতা-কর্মী দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।এছাড়া প্রধান অতিথির বক্তব্যে জেলা সাধারণ সম্পাদক মোঃ আব্দুল্লাহ কর্মশালায় অংশ নেয়া যুব মৈত্রীর সদস্যদের উদ্দেশ্যে বলেন, আজ যখন মুক্তিযুদ্ধে মানবতার বিরুদ্ধে অপরাধকারী যুদ্ধাপরাধী ’৭১-এর পরাজিত জামাত-শিবির রাষ্ট্রের বিরুদ্ধে রাজনৈতিক-সাংস্কৃতিক অপতৎপরতায় লিপ্ত, তখন অসাম্প্রদায়িক গণতান্ত্রিক চেতনায় সমৃদ্ধ মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ নিশ্চুপ বসে থাকতে পারে না। তিনি যুব মৈত্রীর নেতা-কর্মীদের পাড়ায় মহল্লায় যুব জনগণকে সংগঠিত করে যুব জাগরণ সৃষ্টি করে এদের বিরুদ্ধে জনপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।