শনিবার,১৫,নভেম্বর,২০২৫
26 C
Dhaka
শনিবার, নভেম্বর ১৫, ২০২৫
প্রচ্ছদজাতীয়চট্টগ্রাম ইপিজেডে ভয়াবহ আগুন

চট্টগ্রাম ইপিজেডে ভয়াবহ আগুন

চট্টগ্রাম ইপিজেডের ৫ নম্বরের অ্যাডামস ক্যাপ নামে একটি কারখানায় আগুনের ঘটনা ঘটে। কারখানাটিতে হাসপাতালে ব্যবহৃত যন্ত্রপাতি তৈরি করা হতো।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর ২টার দিকে আটতলা ভবনের ওই কারখানায় আগুন লাগে। কারখানাটিতে প্রায় পাঁচ শতাধিক শ্রমিক কাজ করেন বলে জানা গেছে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের চট্টগ্রাম আঞ্চলিক নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর জানান, দুপুর পৌনে ২টার দিকে আগুন লাগার খবর পান তারা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১৬টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে বা এতে কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।

আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস, সেনা, নৌবাহিনী বিভিন্ন সংস্থা।

সর্বশেষ