শুক্রবার,১২,ডিসেম্বর,২০২৫
20 C
Dhaka
শুক্রবার, ডিসেম্বর ১২, ২০২৫
প্রচ্ছদসীমানা পেরিয়েচীনের সঙ্গে বিরোধ, জাপানের পাশে যুক্তরাষ্ট্র

চীনের সঙ্গে বিরোধ, জাপানের পাশে যুক্তরাষ্ট্র

চীনা রাডারের জাপানি সামরিক উড়োজাহাজ লক্ষ্য করে তাক করার ঘটনায় প্রথমবারের মতো বেইজিংয়ের সমালোচনা করেছে যুক্তরাষ্ট্র। গত সপ্তাহের এই ঘটনায় এশিয়ার দুই প্রতিবেশীর মধ্যে চলমান উত্তেজনা আরও তীব্র হয়েছে।জাপানের ওকিনাওয়া দ্বীপের কাছে সংঘটিত এই ঘটনার আগে থেকেই চীন ও জাপানের সম্পর্কে টানাপড়েন চলছিল। গত মাসে তাইওয়ান ইস্যুতে জাপানি প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির বিতর্কিত মন্তব্যের জেরে সম্পর্কে উত্তেজনার শুরু হয়েছিল।গণতান্ত্রিকভাবে শাসিত তাইওয়ানকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করে চীন। দ্বীপটি দখলে সামরিক শক্তি প্রয়োগের সম্ভাবনা উড়িয়ে দেয়নি বেইজিং। জাপানি ভূখণ্ড থেকে মাত্র ৬২ মাইল দূরে তাইওয়ান অবস্থিত।

রাডার ঘটনাকে ইঙ্গিত করে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র মঙ্গলবার শেষ রাতের দিকে বলেছেন, চীনের পদক্ষেপ আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার পক্ষে সহায়ক নয়। তিনি আরও বলেছেন, যুক্তরাষ্ট্র-জাপান জোট শক্তিশালী এবং অতীতের যেকোনও সময়ের তুলনায় বেশি ঐক্যবদ্ধ। মিত্র জাপানের প্রতি আমাদের অঙ্গীকার অটল। এটি ও অন্যান্য ইস্যুতে তাদের সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ হচ্ছে। জাপানের চিফ ক্যানিটে সেক্রেটারি মিনোরু কিহারা যুক্তরাষ্ট্রের এই মন্তব্যকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেছেন, এতে যুক্তরাষ্ট্র-জাপান জোটের শক্তি ফুটে উঠেছে।

বেইজিংয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়ো জিয়াকুন মার্কিন মন্তব্যের সরাসরি সমালোচনা এড়িয়ে গেছেন। তিনি বলেছেন, চীনের প্রশিক্ষণ ও মহড়া আন্তর্জাতিক আইন অনুসারে হয়েছে। তিনি আরও বলেন, আমরা আশা করি আন্তর্জাতিক সম্প্রদায় ভুল ও সঠিক বলতে পারবে এবং জাপানি পক্ষের বক্তব্য দ্বারা প্রভাবিত হবে না। বিশেষ করে জাপানের মিত্রদের উচিত হবে তাদের নজরদারি জোরদার করা, জাপান দ্বারা প্রভাবিত না হওয়া। এদিকে, দক্ষিণ কোরিয়ার আকাশসীমার প্রতিরক্ষা শনাক্তকরণ অঞ্চলে (কাডিজ) চীন ও রাশিয়ার যুদ্ধবিমান প্রবেশের ঘটনায় দুই দেশের কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানিয়েছে সিউল। এ সময় তারা নিজেদের যুদ্ধবিমানও আকাশে উড়িয়েছিল।

সুত্র- বার্তা সংস্থা রয়টার্স 

সর্বশেষ