বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরো এক অভিনন্দন বার্তায় জেভিপি নেতা কমরেড অনুঢ়া কুমারা দিসানায়েক শ্রীলঙ্কার রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় অভিবাদন জানিয়েছে। আজ এক বিবৃতিতে তারা বলেন, শ্রীলঙ্কার প্রথম বামপন্থী রাষ্ট্রপতি অনুঢ়া দিসানায়েকের বিজয়, যেমন দেশটির রাজনৈতিক দৃশ্যপটে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে, তেমনি রাষ্ট্রপতি নির্বাচনে শ্রীলংকার বামপন্থিদের অভুতপুর্ব বিজয় বাংলাদেশসহ দক্ষিন এশিয়ার নিপিড়িত শ্রমজীবী,দরিদ্র, অসাম্প্রদায়িক, প্রগতীশীল,গণতান্ত্রিক,শান্তিকামী ও সাম্রাজ্যবাদ বিরোধী জনগণের মধ্যে নতুন আশা ও উদ্দিপনার সঞ্চার হয়েছে এবং অনুপ্রানিত করবে। তাঁর বিজয় নিশ্চিতভাবেই নতুন প্রজন্মের মধ্যে নতুন প্রাণের সঞ্চার করেছে। বিবৃতিতে পলিটব্যুরো, সরকার পরিচালনায় কমরেড অনুঢ়া কুমারা দিসানায়েকের সাফল্য কামনা করেন।
Homeসীমানা পেরিয়েজেভিপি নেতা কমরেড অনুঢ়া কুমারা দিসানায়েক শ্রীলঙ্কার রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় ওয়ার্কার্স পার্টির...
জেভিপি নেতা কমরেড অনুঢ়া কুমারা দিসানায়েক শ্রীলঙ্কার রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় ওয়ার্কার্স পার্টির অভিনন্দন
0
3
- Tags
- জেভিপি