খুলনা প্রতিনিধিঃ শ্রমিক কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ)-ভুক্ত জাতীয় শ্রমিক ফেডারেশন খুলনা জেলা কমিটি কর্তৃক মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত করোনা প্রণোদনা প্রাপ্তির জন্য বিভাগীয় শ্রম পরিচালকের নিকট দাখিলকৃত ২০০ জনের নামের তালিকার কপি কার্যকরী উদ্যোগ গ্রহণের জন্য আজ ৩ আগস্ট মঙ্গলবার বেলা ১২:৩০টায় খুলনা জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদারের নিকট হস্তান্তর করেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, খুলনা মহানগর কমিটির পক্ষে সভাপতি কমরেড শেখ মফিদুল ইসলাম। এ সময়ে উপস্থিত ছিলেন মহানগর সাধারণ সম্পাদক কমরেড এস এম ফারুখ-উল ইসলাম ও জাতীয় শ্রমিক ফেডারেশন খুলনা জেলা কমিটির সাধারণ সম্পাদক শ্রমিকনেতা কমরেড দেলোয়ার উদ্দিন দিলু। এ সময়ে জেলা প্রশাসকের সাথে আন্তরিকতার সাথে সৌজন্য সংক্ষিপ্ত মতবিনিময় অনুষ্ঠিত হয়। তিনি উক্ত বিষয়টি যথাযথ কার্যকরী ব্যবস্থা গ্রহণের কথা ব্যক্ত করেন।