Saturday,7,December,2024
21 C
Dhaka
Saturday, December 7, 2024
Homeকৃষি ও কৃষ্টিতরমুজ চাষিদের স্বার্থ রক্ষায় ৯ দফা দাবি কৃষক সমিতির

তরমুজ চাষিদের স্বার্থ রক্ষায় ৯ দফা দাবি কৃষক সমিতির

নতুন কথা প্রতিবেদন: গত ৫ই মার্চ শুক্রবার জাতীয় কৃষক সমিতি দাকোপ উপজেলা শাখার উদ্যোগে তরমুজ  চাষিদের নিয়ে সভা অনুষ্ঠিত হয়। উপজেলার নয়টি ইউনিয়নে প্রায় সর্বত্র তরমুজ চাষ হয়েছে। কিন্তু চাষিরা তাদের পরিশ্রমের ফসলে লাভবান হতে পারছে না উপরন্তু বিভিন্ন সুযোগ-সুবিধার অভাবে প্রতিনিয়ত লোকসান গুনছে। এছাড়াও তারা নানবিধ অধিকার থেকে বঞ্চিত, প্রয়োজন সরকারি নজরদারি ও সুষ্ঠ ব্যবস্থাপনা। এই বিষয় নিয়ে আলোচনা শেষে চাষিদের স্বার্থ রক্ষায় নয় দফা দাবিতে আন্দোলন গড়ে তোলার সিদ্ধান্ত গৃহিত হয়।

দফা সমূহ:

১। প্রত‍্যেক ইউনিয়নে দায়িত্ব  প্রাপ্ত  সহকারী  কৃষি কর্মকর্তাকে  নিবিড় ভাবে তরমুজ চাষিদের পাশে থাকতে হবে। উপজেলা  কৃষি কর্মকর্তা  সহ সংশ্লিষ্টদের  এ বিষয়ে  তৎপর  থাকতে হবে।

২। তরমুজ চাষিদের তালিকা ও চাষ সংক্রান্ত  সার্বিক  তথ‍্য সংরক্ষণ  করতে হবে।

৩। সরকার  কর্তৃক  নির্ধারিত  মূল্যে  সঠিক  বীজ, সার ও কীটনাশক  সরবরাহ  করতে  হবে।

৪। প্রয়োজনীয় সেচ সুবিধা  নিশ্চিত করতে হবে।

৫। সরকার কর্তৃক স্বল্প মেয়াদী সহজ শর্তে দূত ঋণ প্রদান করতে হবে।

৬। দূর্যোগজনিত ক্ষতিগ্রস্ত চাষিদের ক্ষতিপূরণ  দিতে  হবে।

৭। তরমুজ বিক্রয়ের জন‍্য সরকার কর্তৃক প্রচার সংক্রান্ত সহযোগিতা প্রদান করতে  হবে।

৮। তরমুজ বিক্রয়ের সময় পরিবহন ও বাজারজাত করনের ক্ষেত্রে সিন্ডিকেটের  অপতৎপরতা বন্ধ করতে হবে ( হাটে, ঘাটে, পথে)।

৯। উৎপাদিত অতিরিক্ত তরমুজ সংরক্ষণের জন‍্য বিশেষ ব‍্যবস্থা উদ্ভাবন (হিমায়িত করণ, প্রক্রিয়াজাত করণ, ইত্যাদি) করার জন‍্য সরকার কর্তৃক পদক্ষেপ গ্রহণ।

রমেশ চন্দ্র রায়ের সঞ্চালনায় গৌরপদ মল্লিকের সভাপতিত্বে এ সভায় বিশেষ  অতিথি হিসেবে বক্তব্য রাখেন  গৌরাঙ্গ প্রসাদ রায়, আরো বক্তব্য রাখেন রবীন্দ্রনাথ রায়, ভূবন রায়, গৌরি মন্ডল, ভবসিন্ধু রায়, প্রীতিকণা রায়, রমেশ চন্দ্র মিস্ত্রি প্রমূখ।

সর্বশেষ