শনিবার,২০,ডিসেম্বর,২০২৫
21 C
Dhaka
শনিবার, ডিসেম্বর ২০, ২০২৫
প্রচ্ছদজাতীয়দেশজুড়ে তান্ডব বাদ যায়নি ছায়ানট ভবন জনমনে উদ্বেগ-শঙ্কা, জাতীয় সংগীত গেয়ে প্রতিবাদ

দেশজুড়ে তান্ডব বাদ যায়নি ছায়ানট ভবন জনমনে উদ্বেগ-শঙ্কা, জাতীয় সংগীত গেয়ে প্রতিবাদ

দেশজুড়ে সংঘাত, নাশকতা ও অগ্নিসংযোগের মতো সহিংসতা বাদ যায়নি ছায়ানট ভবন জনমনে উদ্বেগ-শঙ্কা, জাতীয় সংগীত গেয়ে প্রতিবাদ। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে সৃষ্ট উত্তাল পরিস্থিতির সুযোগ নিয়ে দেশজুড়ে সংঘাত, নাশকতা ও অগ্নিসংযোগের মতো সহিংস ঘটনার খবর। সেই রোষানল থেকে বাদ পড়েনি দেশের সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোও। সংগীত শিক্ষার অন্যতম প্রধান বিদ্যাপীঠ ছায়ানট ভবনে ভাঙচুরের ঘটনায় গভীর উদ্বেগ ও শঙ্কা তৈরি হয়েছে সংস্কৃতি অঙ্গনে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) মধ্যরাতে রাজধানীর ছায়ানট, প্রথম আলো,ডেইলি ষ্টার কার্যালয়সহ বিভিন্ন হামলার একাধিক দৃশ্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।

সাংস্কৃতিক সংগঠন ছায়ানটে হামলার ঘটনায় জাতীয় সংগীত গেয়ে  প্রতিবাদ জানিয়েছেন নালন্দা ও ছায়ানট বিদ্যায়তনের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী, অভিভাবক ও সংস্কৃতিকর্মীরা।আজ শুক্রবার বিকাল ৪টায় ছায়ানট সংস্কৃতি-ভবনের সামনে সম্মিলিত কণ্ঠে জাতীয় সংগীতসহ কয়েকটি গান পরিবেশন করা হয়।সংস্কৃতিকর্মীরা দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার করে বিচারের দাবি তোলেন।

শিক্ষার্থী ও অভিভাবকদের হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা রয়েছে, ‘পত্রিকা-বিদ্যালয়ে আগুন নয়’, ‘শিশুরা কাঁদছে, বিদ্যালয়ে আগুনে বই পুড়ছে’, ‘ছায়ানটে হামলা কেন?’, ‘ছায়ানটে হামলাকারীদের গ্রেপ্তার-বিচার কর’,’সংস্কৃতির উপর আক্রমণ কেন?’, ‘ছায়ানটে হামলার বিচার চাই’, ‘মব সন্ত্রাসীদের প্রতিরোধ করো’।

সর্বশেষ