নতুন কথা ডেস্ক : আগামী ২৮ ফেব্রুয়ারি পবা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক আশরাফুল হক তোতা মনোনয়নপত্র দাখিল করেছেন।
মঙ্গলবার (০৩ ফেব্রুয়ারি) দুপরে দলীয় নেতাকর্মীদের নিয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা শহিদুল ইসলামের কাছে তিনি মনোনয়নপত্র দাখিল করেন।
ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন জমা দেয়ার শেষ তারিখ ৩ ফেব্রুয়ারি। মনোনয়নপত্র বাছাই ৪ ফেব্রুয়ারি। প্রার্থিতা প্রত্যাহার ১১ ফেব্রুয়ারি ও ভোটগ্রহণ ২৮ ফেব্রুয়ারি।
মনোনয়নপত্র দাখিলের সময় তার সাথে ওয়ার্কার্স পার্টির রাজশাহী জেলা কমিটির সভাপতি রফিকুল ইসলাম, মহানগর কমিটির সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামানিক দেবু, মহানগর সম্পাদকম-লির সদস্য আব্দুল মতিন, নাজমুল করিম অপু, পবা পূর্ব থানা কমিটির সভাপতি হজরত আলী, জেলা সম্পাদকম-লির সদস্য আব্দুল মান্নান, যুবমৈত্রীর জেলার সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম, শ্রমিক নেতা হাবিবুর রহমান ছানা, দর্শনপাড়া ইউনিয়নের সভাপতি মঞ্জুর রহমান, হড়গ্রাম ইউনিয়নের সাধারণ সম্পাদক রুহুল আমিন, জেলা ছাত্রমৈত্রীর সাধারণ সম্পাদক হাফিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য গত ২২ নভেম্বর করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পবা উপজেলা পরিষদ চেয়ারম্যান মনসুর রহমান মারা যান। তার মৃত্যুর কারণে এই আসনে উপনির্বাচন হচ্ছে।