Saturday,7,December,2024
21 C
Dhaka
Saturday, December 7, 2024
Homeজাতীয়ফজলে হোসেন বাদশার শরীর স্বাভাবিক ও স্থিতিশীল আছে---ওয়ার্কার্স পার্টি

ফজলে হোসেন বাদশার শরীর স্বাভাবিক ও স্থিতিশীল আছে—ওয়ার্কার্স পার্টি

ডেস্ক রিপোর্টঃ দেশের ওর্য়াকার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড ফজলে হোসেন বাদশা এমপি’র স্বাস্থ্যগত অবস্থা স্বাভাবিক ও স্থিতিশীল আছে। আজ সকাল ১১টায় বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন কমরেড বাদশার সাথে পার্টির পলিটব্যুরোর সদস্য কমরেড কামরূল আহসান দেখা করে তাঁর শারীরিক অবস্থার খোঁজ নেন। ইতিমধ্যে কমরেড বাদশার বিভিন্ন ক্লিনিক্যাল পরিক্ষা’ হয়েছে। আজ কমরেড বাদশার জন্য গঠিত মেডিক্যাল বোর্ড জানিয়েছে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল ও স্বভাবিক আছে। তাঁর অক্সিজেন সেচুরেশন মাত্রাও স্বাভাবিক রয়েছে এবং তিনি ভালো আছেন। এদিকে আজ কমরেড বাদশার শারীরিক অবস্থার খোঁজ নিতে তার সাথে কথা বলেছেন, খাদ্য মন্ত্রি ড. আব্দুর রাজ্জাক, সিপিবি’র উপদেষ্টা মন্ডলীর সদস্য কমরেড মঞ্জরুল আহসান খান, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজি ফিরোজ রশিদ এমপি, জাতীয় আদিবাসি ফোরামের নেতা জনাব সঞ্জিবদ্রং, কোলকাতার দৈনিক গণশক্তি পত্রিকার সাংবাদিক শান্তনু দে প্রমুখ।

সর্বশেষ