বগুড়া সংবাদদাতা :১৬ অক্টোবর ছিল বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সদস্য বগুড়া জেলা ওয়ার্কার্স পার্টির সাবেক সভাপতি কমরেড এ্যাডঃ আব্দুর রাজ্জাকের প্রথম মৃত্যুবার্ষিকী। এ দিন বগুড়া জেলা ওয়ার্কার্স পার্টির উদ্যোগে এক আলোচনা সভার আয়োজন করা হয়। বগুড়া পৌরসভার ১১ নং ওয়ার্ড কাউন্সিলরের হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড আব্দুর রউফ। বক্তব্য রাখেন জেলা সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম রোম, বগুড়া জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক আমিনুল ফরিদ, যুব ইউনিয়ন বগুড়া জেলা সাধারণ সম্পাদক শাহনেওয়াজ কবীর পাপ্পু, বগুড়া জেলা ওয়ার্কার্স পার্টির সদস্য আবুল কালাম আজাদ, সাইফুল ইসলাম, লুৎফর রহমান, হাতেম আলি, শিউলি বেগম প্রমুখ। বগুড়া পৌরসভার ১১ নং ওয়ার্ড কাউন্সিলরের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক ছিলেন দেশ প্রেমিক মানুষ। আজীবন মেহনতী মানুষের জন্য রাজনীতি করে গেছেন। তার দেখানো পথেই প্রগতিশীল লড়াইকে এগিয়ে নিতে হবে।
বগুড়ায় কমরেড আব্দুর রাজ্জাকের মৃত্যুবার্ষিকী পালন
0
12