বরিশাল সংবাদদাতা:১৭ অক্টোবর উন্মোচিত হলো বাংলাদেশ ছাত্র মৈত্রীবরিশাল মহানগর শাখার মুখপাত্র ‘মৈত্রী’।ওই দিন সন্ধ্যায় ওয়ার্কার্স পার্টি অফিসে অনুষ্ঠিত মোড়ক উন্মোচনে প্রধান অতিথি ছিলেন প্রফেসর শাহ সাজেদা।
মহানগর সভাপতি ও ‘মৈত্রী’ সম্পাদক শামিল শাহরোখ তমালের সভাপতিত্বে অনুষ্ঠিতঅনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রভাষক টুনু কর্মকার, ওয়ার্কার্স পার্টি পলিটব্যুরোর সদস্য ও জেলা সভাপতি কমরেড নজরুল হক নীলু, মোজাম্মেল হক ফিরোজ, জাকির হোসেন।
উপস্থিত ছিলেন ছাত্র মৈত্রী’র জেলা সভাপতি মিন্টু দে, নূর নিরব,পাপিয়া আফরোজ,মাসফিক,সাবেক ছাত্র নেতা নজরুল ইসলাম তালুকদার,হুমাউন কবির প্রমুখ। অতিথিরা ছাত্র মৈত্রী’র প্রকাশনাকে সাধুবাদ জানান এবং এর ধারাবাহিকতা অব্যাহত রাখার পাশাপাশি ছাত্র রাজনীতির আদর্শিক ধারা ফিরিয়ে আনার আশাবাদ ব্যক্ত করেন।