37 C
Dhaka
শনিবার, জুন ৩, ২০২৩

অনলাইন টিভি

Bangladesh
2,039,244
কোভিড-১৯ সর্বমোট আক্রান্ত
Updated on June 3, 2023 2:46 PM
Homeজাতীয়বাঁশখালীতে শ্রমিক নিহতের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত দাবি চট্টগ্রাম জেলা যুব মৈত্রীর

বাঁশখালীতে শ্রমিক নিহতের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত দাবি চট্টগ্রাম জেলা যুব মৈত্রীর

চট্টগ্রাম ডেস্কঃ বাংলাদেশ যুব মৈত্রী চট্টগ্রাম জেলার সভাপতি কায়সার আলম ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) ইঞ্জিঃ আব্দুল্লাহ এক বিবৃতিতে চট্টগ্রামের কয়লাবিদ্যুৎকেন্দ্রে বকেয়া মজুরির দাবিতে বিক্ষোভরত শ্রমিকদের ওপর গুলি ও নিহতের ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে ঘটনার নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্ত ও দোষী পুলিশ সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, বকেয়া মজুরি ও ইফতারের সময় নির্ধারণের দাবিতে সমাবেশরত নিরীহ শ্রমিকদের ওপর গুলিবর্ষণ একটি গর্হিত অপরাধ ও গণতান্ত্রিক সমাজের জন্য অত্যন্ত লজ্জাজনক। যেখানে জনগণের নিরাপত্তা দেওয়া পুলিশের কাজ, সেখানে এমন নির্মম ও অবিবেচনাপ্রসূত হত্যাকাণ্ড ক্ষমতার অপপ্রয়োগ মাত্র। তদুপরি পবিত্র রমজান মাসে শ্রমিকদের উপর এ আক্রমণ চরম অনাচারের শামিল।
বিবৃতিতে আরও বলা হয়, করোনা মহামারির এ দুর্যোগে শ্রমজীবী মানুষের জীবন-জীবিকা যেখানে এমনিতেই দুর্বিষহ, সেখানে মজুরি না দেওয়া শ্রম আইন ও মানবাধিকারের লঙ্ঘন। এস আলম গ্রুপের মতো ধনী শিল্পগোষ্ঠী কেন শ্রমিকদের বকেয়া মজুরি পরিশোধ করেনি, তার যথাযথ তদন্ত হওয়া প্রয়োজন।

সর্বশেষ