Wednesday,4,December,2024
27 C
Dhaka
Wednesday, December 4, 2024
Homeজাতীয়বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন জননেতা রাশেদ খান মেনন ও...

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন জননেতা রাশেদ খান মেনন ও ফজলে হোসেন বাদশা

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের অংশগ্রহণের প্রস্তুতিতে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন (ঢাকা-০৮) ও সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা (রাজশাহী-২) আজ পার্টির নমিনেশন ফরম গ্রহণ করেছেন। এছাড়াও
২য় দিন মনোনয়ন ফরম নিলেন যারাঃ
===================================
মেহেরপুর-০২ (গাংনী—মেহেরপুর),
জাতীয় সংসদ- ৭৪
কমরেড নুর আহমদ বকুল
পলিটব্যুরো সদস্য, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি।
====================================
সাতক্ষীর-০১ (তালা— কলারোয়া),
জাতীয় সংসদ- ১০৫
কমরেড এ্যাড. মুস্তফা লুৎফুল্লা
পলিটব্যুরো সদস্য, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি।
====================================
পাবনা-০৫(সদর)
জাতীয় সংসদ- ৭২
কমরেড জাকির হোসেন
সদস্য, কেন্দ্রীয় কমিটি, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি।
====================================
বরিশাল-০২ (উজিরপুর—বানারীপাড়া)
জাতীয় সংসদ- ১২০
কমরেড মোঃ জহুরুল হক টুটুল
সহ-সভাপতি, কেন্দ্রীয় কমিটি, বাংলাদেশ যুব মৈত্রী।
====================================
ঢাকা-০১ (দোহার—নবাবগঞ্জ)
জাতীয় সংসদ- ১৭৪
কমরেড করম আলী
সদস্য, কেন্দ্রীয় কমিটি, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি।
====================================
নড়াইল-০১ (কালিয়া—নড়াইল)
জাতীয় সংসদ- ৯৩
কমরেড এ্যাড. নজরুল ইসলাম
সদস্য, কেন্দ্রীয় কমিটি, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি।
====================================
মনোয়ন ফরম উত্তোলন শেষে কর্মীদের উদ্দেশ্যে জননেতা রাশেদ খান মেনন বলেন, আসন্ন দ্বাদশ নির্বাচনকে দেশের গণতন্ত্র সাংবিধান রক্ষার বর্তমান চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করতে হবে। মেনন আরো বলেন, বিএনপি—জামাত আমেরিকার প্রেসক্রিপশনে আন্দোলন করতে যেয়ে এখন আমছালা দুইই হারানোর পর্যায়ে পৌছেছে। এখনও সময় আছে দেশের গণতন্ত্র প্রক্রিয়ায় সামিল হতে চাইলে নিঃশর্তে তাদের নির্বাচনে অংশগ্রহণ করা উচিত। দেশের অপরাপর সকল গণতান্ত্রিক রাজনৈতিক দল ও জনগণকে দ্বাদশ নির্বাচনকে সুষ্ঠু প্রক্রিয়ায় এগিয়ে নেওয়ার আহবান জানান।

সর্বশেষ