Thursday,5,December,2024
19 C
Dhaka
Thursday, December 5, 2024
Homeসংগ্রামে সংগঠনবাংলাদেশ যুবমৈত্রী চট্টগ্রাম জেলার ৬ষ্ঠ কাউন্সিল সম্পন্ন

বাংলাদেশ যুবমৈত্রী চট্টগ্রাম জেলার ৬ষ্ঠ কাউন্সিল সম্পন্ন

চট্টগ্রাম প্রতিনিধিঃ ২৫শে ফেব্রুয়ারী, ২০২২ইং তারিখে অনুষ্ঠিত যুব মৈত্রী চট্টগ্রাম জেলার কাউন্সিল উদ্বোধন পরবর্তী আলোচনা সভা সমাপ্ত ঘোষণা করা হয় বিকাল ৫ টায়। পরবর্তী অধিবেশন সংগঠনের সভাপতি কায়সার আলমের সভাপতিত্বতে অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ যুব মৈত্রী কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সভাপতি যুব নেতা সাব্বাহ আলী খান কলিন্স।

সভার প্রারম্ভে চট্টগ্রাম জেলা কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল্লাহ শাহজাদা সাংগঠনিক ও রাজনৈতিক রিপোর্ট পেশ করেন। সর্বসম্মতিক্রমে উক্ত প্রস্তাবসমূহ গৃহীত হওয়ার পর আবুল মনসুর-কে সভাপতি, আব্দুল্লাহ শাহজাদাকে সাধারণ সম্পাদক ও সাইফুদ্দিন সুজনকে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট জেলা কমিটি গঠন করা হয়।কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহসভাপতি ফারুক আহমেদ রুবেল,ডাঃ জাকির হোসেন,সুধাম রুদ্র,অভিজিত দাশ ও বাবলু দাশ। সহ-সাধারণ সম্পাদক সৈয়দ শিবলী সাদিক, জান্নাতুল আরফা রিংকি সহ অন্যান্যরা।

সর্বশেষ