সোমবার,২৬,জানুয়ারি,২০২৬
19 C
Dhaka
সোমবার, জানুয়ারি ২৬, ২০২৬
প্রচ্ছদসীমানা পেরিয়েভারতীয় কূটনীতিকদের জন্য বাংলাদেশকে ‘নন-ফ্যামিলি পোস্টিং’ হিসেবে ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে ভারত

ভারতীয় কূটনীতিকদের জন্য বাংলাদেশকে ‘নন-ফ্যামিলি পোস্টিং’ হিসেবে ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে ভারত

নিরাপত্তা উদ্বেগের কারণে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় কর্মকর্তাদের পরিবারকে প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে ভারত। একই সঙ্গে ভারতীয় কূটনীতিকদের জন্য বাংলাদেশকে ‘নন-ফ্যামিলি পোস্টিং’ হিসেবে ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে দেশটি। বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে।নাম প্রকাশ না করার শর্তে ভারতীয় কর্মকর্তারা জানিয়েছেন, চরমপন্থি ও উগ্রপন্থি গোষ্ঠীর হুমকির কারণে কূটনীতিক ও তাদের পরিবারের নিরাপত্তা নিয়ে বাড়তে থাকা উদ্বেগের প্রেক্ষাপটে এই পদক্ষেপটি বেশ কিছুদিন ধরেই বিবেচনায় ছিল।

অপর একটি সূত্র জানিয়েছে, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে হাইকমিশন ও চারটি সহকারী হাইকমিশনে কর্মরত কর্মকর্তাদের নির্ভরশীলদের (ডিপেনডেন্টস) ভারতে ফিরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। ঢাকায় ভারতীয় হাইকমিশনের পাশাপাশি চট্টগ্রাম, খুলনা, রাজশাহী ও সিলেটের সহকারী হাইকমিশনগুলো খোলা থাকবে এবং পূর্ণ জনবল নিয়ে কাজ চালিয়ে যাবে বলে জানিয়েছে সূত্রগুলো। কূটনীতিকদের পরিবার ঠিক কবে নাগাদ ভারতে ফিরবে, সে বিষয়ে স্পষ্ট কোনও তথ্য দেওয়া হয়নি। নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশে কতজন ভারতীয় কূটনীতিক কর্মরত আছেন, সেটিও প্রকাশ করা হয়নি।

সুত্র- পিটিআই 

সর্বশেষ