গুজরাটের মসজিদ পরিণত হলো করোনা হাসপাতালে।মসজিদ কমিটি জানিয়েছে,”মানুষের প্রাণ বাঁচানোই সবচেয়ে বড় ইবাদত।পবিত্র রমজান মাসে এটাকেই আমরা আমাদের সর্বশ্রেষ্ঠ পুণ্য কাজ করছি বলে মনে করছি”।ভারতের বিজিপি শাসিত গুজরাট রাজ্যে করোনা পরিস্থিতি ভয়াবহ।গুজরাটের রাজকোটের হাসপাতালের বাইরে করোনা আক্রান্ত রোগী বহনকারীশতশত অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে।হাসপাতালে বেড নেই,অক্সিজেন নেই।অ্যাম্বুলেন্স এবং রাস্তায় শ্বাসকষ্টেছটপট করে শতশত মানুষ মারা যাচ্ছে।এসব মানুষের কোন জাত নাই।সবাই মানুষ।হিন্দুদের শেষকৃত্যে মুসলমান -খৃষ্টান এগিয়ে আসছেন।মুসলমানের সমাধি’র কাজে হাত মেলাচ্ছেন হিন্দুরাও।এমন পরিস্থিতি মোকাবেলায় গুজরাটের ভাদোদরা’রজাহাঙ্গীরপুরের মসজিদ কমিটি তাঁদের মসজিদটিকে৫০ সজ্জার হাসপাতালে পরিণত করছে।মসজিদের এই হাসপাতালে করোনা রোগীর সেবায় নিজেদের উদ্যোগেনিশ্চিত করা হয়েছে অক্সিজেনের ব্যবস্হা । মসজিদ কমিটির নেতারা এ প্রসঙ্গে বলেছেন,” নবী করিম হযরত মুহাম্মদ (স:)বিধর্মীদেরও বিপদ- আপদে মসজিদে আশ্রয় দিয়েছিলেন।ইসলামের মূল বার্তাই হলো ” মানুষ সৃষ্টির সেরা জীব”।আল্লাহ্ কে পেতে হলে মানুষকে ভালবাসতে হবে”।আপনাদের সেল্যুট। এ এক অনন্য, অনুকরণীয় দৃষ্টান্ত।
লেখকঃ অধ্যক্ষ নজরুল ইসলাম হক্কানী, পলিটব্যূরো সদস্য। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি।