Sunday,8,December,2024
17 C
Dhaka
Sunday, December 8, 2024
Homeজাতীয়মার্কিন যুক্তরাষ্ট্র মানবাধিকারের মত এই তথাকথিত শ্রমিক অধিকারের মুখোশও এদেশের মানুষ ধরে...

মার্কিন যুক্তরাষ্ট্র মানবাধিকারের মত এই তথাকথিত শ্রমিক অধিকারের মুখোশও এদেশের মানুষ ধরে ফেলেছে -রাশেদ খান মেনন

প্রখ্যাত শ্রমিকনেতা কমরেড শফিউদ্দিন আহমেদের

৩য় মৃত্যুবার্ষিকীর স্মরণসভা অনুষ্ঠিত

নতুন কথা প্রতিবেদন ।।  “মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি শ্রমিক অধিকারের বিষয়ে সম্প্রতি যে ঘোষণা স্বাক্ষর করেছেন তা তাদের মানবাধিকার সম্পর্কিত বক্তব্যের মতই প্রতারণামূলক। বস্তুতঃ খোদ মার্কিন যুক্তরাষ্ট্রই আইএলও’র কোর কনভেনশনের মূল দু’টি বিষয় যথা সংগঠিত হওয়ার অধিকার এবং দরকষাকষির অধিকার যথাক্রমে ৮৭ ও ৯৮ ধারা আজ পর্যন্ত স্বাক্ষর করেনি। আর তাদের এই শ্রমিক অধিকারের এই মুহুর্তের অন্যতম লক্ষ্যও বাংলাদেশ ও বাংলাদেশের রপ্তানি শিল্প। বাংলাদেশকে রাজনৈতিকভাবে হাতে নিতে না পেরে অর্থনৈতিকভাবে বিপদে ফেলার চেষ্টা করছে। এবং তার অন্যতম হাতিয়ার এই বাইডেনের তথাকথিত শ্রমিক অধিকার। মার্কিন যুক্তরাষ্ট্র মানবাধিকারের মত এই তথাকথিত শ্রমিক অধিকারের মুখোশও এদেশের মানুষ ধরে ফেলেছে।”
আজ ২৪ নভেম্বর ২০২৩ শুক্রবার, বিকাল ৩:৩০ মি: শহীদ আসাদ মিলনায়তনে (৩১/এফ তোপখানা রোড, ঢাকা) বাংলাদেশের ওয়ার্কার্স পাটির উদ্যোগে পার্টির পলিটব্যুরোর সদস্য, জাতীয় শ্রমিক ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক, প্রখ্যাত শ্রমিকনেতা কমরেড শফিউদ্দিন আহমেদের ৩য় মৃত্যুবার্ষিকীতে স্মরণসভায় পার্টির সভাপতি জননেতা কমরেড রাশেদ খান মেনন এমপি একথা বলেন। কমরেড আনিসুর রহমান মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তব্য রাখেন, পার্টির পলিটব্যুরোর সদস্য ড. সুশান্ত দাস, কমরেড কামরূল আহসান, কেন্দ্রীয় কমিটির সদস্য হিমাংশু সাহা। সভা সঞ্চালনা করেন কমরেড কিশোর রায়।

সর্বশেষ