30 C
Dhaka
বৃহস্পতিবার, জুন ২৪, ২০২১

অনলাইন টিভি

Bangladesh
866,877
কোভিড-১৯ সর্বমোট আক্রান্ত
Updated on June 24, 2021 12:01 PM
Homeসম্পাদকীয়মুক্তমতযশের কবলে দক্ষিণ বঙ্গ

যশের কবলে দক্ষিণ বঙ্গ

।। নরেশ চন্দ্র হালদার ।।

মরার উপর খাড়ার ঘা, ছাব্বিশ তারিখ পূর্ণিমা,

আরও আছে চন্দ্র গ্রহণ, যশ করবে ধ্বংস সাধন।

প্রাকৃতিক দূর্যোগের দেশ বাংলাদেশে। দক্ষিণ বঙ্গের দুশ্চিন্তার প্রধান কারণ বন্যা আর ঘূর্ণিঝড়। ঘূর্ণিঝড়ের সাথে আমাদের মিতালি বহু দিনের। প্রতি বছর নতুন নতুন নামে ঘুর্ণিঝড় আমাদের সামনে হাজির হয়। সাথে বাড়তি পাওনা বন্যা আর জলোচ্ছাস। যশ নামের যে ঘূর্ণিঝড় এবার বঙ্গোপসাগর এ সৃষ্টি হলো তার ভয়াবহতা অতীতের সকল রেকর্ড ভেঙ্গে দিয়েছে। প্রথম দিকে এটি বাংলাদেশের উপর আঘাত হানার কথা থাকলেও পরে তা ভারতের দিকে মোড় নেয়। ফলে বড় ধরণের ক্ষতির হাত থেকে আরও একবার বাংলাদেশ রক্ষা পায়। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ নেহায়েত কম নয়। প্রবল জলোচ্ছাসে সুন্দরবন সংলগ্ন জেলাগুলো জোয়ারের পানিতে তলিয়ে যায়। বিভিন্ন  স্থানের ভেড়ি বাঁধ ভেঙ্গে বহু চিংড়ি ঘের তলিয়ে যায়। ফলে মাছ চাষের সাথে জড়িত বহু পরিবার ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়। এ ক্ষতি পুষিয়ে নেয়া সম্ভব না হলে বহু মানুষকে পথে বসতে হবে। পাশাপাশি দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করতে হবে যাতে ক্ষয় ক্ষতির পরিমাণ কমে আসে।

 লেখক: প্রধান শিক্ষক, মোংলা উচ্চ বালিকা বিদ্যালয়, মোংলা, বাগেরহাট।

সর্বশেষ

×

আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ