শুক্রবার,১৯,ডিসেম্বর,২০২৫
27 C
Dhaka
শুক্রবার, ডিসেম্বর ১৯, ২০২৫
প্রচ্ছদরাজনীতিযুক্তরাজ্যে পৌঁছেছেন, জামায়াত আমির

যুক্তরাজ্যে পৌঁছেছেন, জামায়াত আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান যুক্তরাজ্যে পৌঁছেছেন। বুধবার (১৭ ডিসেম্বর) বিমানবন্দরে পৌঁছেই তিনি সরাসরি যুক্তরাজ্যের নটিংহামে নেতাকর্মীদের পূর্বনির্ধারিত একটি অনুষ্ঠানে যোগ দেন। আজ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) পূর্ব লন্ডনে তার একাধিক কর্মসূচি রয়েছে।

শেখ হাসিনার পতনের পর তিনি কয়েক দফা যুক্তরাজ্য সফর করেছেন। এবারের সফরের কারণ সম্পর্কে জানতে চাইলে বাংলাদেশ জামায়াতে ইসলামী ইউরোপের মুখপাত্র ব্যারিস্টার আবু বকর মোল্লা জানান, বৃহস্পতিবার বিকেলে সাংবাদিকদের সঙ্গে এক ব্রিফিংয়ে ডা. শফিকুর রহমান নিজেই তার সফরের উদ্দেশ্য তুলে ধরবেন।

জানা গেছে, লন্ডনে নির্ধারিত কর্মসূচি শেষে তিনি সৌদি আরবে পবিত্র ওমরাহ পালনের উদ্দেশে রওনা দেবেন। আগামী ২১ ডিসেম্বর ডা. শফিকুর রহমানের দেশে ফেরার কথা রয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, আসন্ন জাতীয় নির্বাচনের আগে এটি জামায়াত আমিরের শেষ লন্ডন সফর। কৌশলগত কারণে এবারের সফরে দলীয়ভাবে কোনও ধরনের ‘ফটো রাজনীতি’ এড়িয়ে চলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সর্বশেষ