সোমবার,১৭,নভেম্বর,২০২৫
24 C
Dhaka
সোমবার, নভেম্বর ১৭, ২০২৫
প্রচ্ছদসীমানা পেরিয়েযুক্তরাষ্ট্র ভেনিজুয়েলার সামরিক ঘাঁটিগুলোতে হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে

যুক্তরাষ্ট্র ভেনিজুয়েলার সামরিক ঘাঁটিগুলোতে হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে

যুক্তরাষ্ট্র ভেনিজুয়েলার সামরিক ঘাঁটিগুলোতে হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক পোস্ট। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের দাবি, ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর মাদক ও সন্ত্রাস-সম্পর্কিত কার্যক্রম ভেঙে দেওয়াই তাদের লক্ষ্য।

নিউ ইয়র্ক পোস্ট জানিয়েছে, ‘কার্তেল দে লোস সোলেস’ নামের মাদক নেটওয়ার্ককে ধ্বংস করাই ট্রাম্পের মূল লক্ষ্য। যুক্তরাষ্ট্রের অভিযোগ, এই কার্টেল প্রতিবছর প্রায় ৫০০ টন কোকেন যুক্তরাষ্ট্র ও ইউরোপে পাচার করে। এতে সহযোগিতা করছে ভেনিজুয়েলার ‘ত্রেন দে আরাগুয়া’ গ্যাং ও মেক্সিকোর সিনালোয়া কার্টেল।

শুক্রবার এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমরা সব বিকল্প বিবেচনা করছি। এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।’ তবে হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিট বলেন, ‘প্রেসিডেন্ট আমাদের দেশে মাদকের প্রবাহ রোধে এবং দায়ীদের বিচারের মুখোমুখি করতে মার্কিন শক্তির সব উপাদান ব্যবহার করতে প্রস্তুত।

আগস্টে যুক্তরাষ্ট্র ভেনিজুয়েলার উপকূলে সাতটি যুদ্ধজাহাজ ও প্রায় ৪,৫০০ সৈন্য পাঠায়। বর্তমানে সেই সংখ্যা বেড়ে ১০,০০০ সেনা ও একটি এয়ারক্রাফট ক্যারিয়ার পর্যন্ত পৌঁছেছে। সাম্প্রতিক সপ্তাহে দুটি বি-৫২ বোমারু বিমান ভেনিজুয়েলা উপকূলের কাছাকাছি ‘শো অব ফোর্স’ বা শক্তি প্রদর্শন মিশন সম্পন্ন করেছে। এদিকে ভেনিজুয়েলার জাতীয় সার্বভৌমত্ব রক্ষায় পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে রাশিয়া।

এক বিবৃতিতে ক্রেমলিন জানিয়েছে, ‘আমরা ভেনিজুয়েলার জাতীয় সার্বভৌমত্ব রক্ষায় তাদের পাশে আছি এবং যেকোনো হুমকির পরিপ্রেক্ষিতে সহযোগিতায় প্রস্তুত।’ রাশিয়া ও কিউবা দীর্ঘদিন ধরে মাদুরো সরকারের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত।

সর্বশেষ