Saturday,25,January,2025
17 C
Dhaka
Saturday, January 25, 2025
Homeজাতীয়যুবমৈত্রী চট্টগ্রাম জেলা কমিটির সভা

যুবমৈত্রী চট্টগ্রাম জেলা কমিটির সভা

বাংলাদেশ যুবমৈত্রী চট্টগ্রাম জেলা কমিটির সভা সংগঠনের দোস্তবিল্ডিংস্থ কার্যালয়ে ১০/০৫/২০২১ ইং তারিখে  দুপুর ২ঃ৩০ মিনিটে জেলা সভাপতি কায়সার আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন জেলা যুবমৈত্রী সহসভাপতি অরন্য অনিমেষ, আবুল মনসুর,জেলা সাধারন সম্পাদক (ভারপ্রাপ্ত) ইন্জিনিয়ার আবদুল্লাহ, প্রচার সম্পাদক জান্নাতুল আরফা ও দপ্তর সম্পাদক রাজন ধর।

সভায় বক্তারা বলেন; “করোনা মহামারী পরিস্থিতি মোকাবেলায় সরকারের অর্থ ও সামাজিক সুরক্ষার উদ্যেগগুলি জনগণের কাছে ব্যাপকভাবে পৌঁছাচ্ছে না সরকারের সমন্বয়হীনতার কারনে। বিভিন্ন সময়ে সরকারের প্রজ্ঞাপনগুলি জনগণের কাছে উদ্যেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে।এ অবস্থা উত্তরনে সরকারকে জনগণের পর্যাপ্ত সহযোগিতা নিশ্চিতপূর্বক স্বাস্থ্য সহযোগিতা অক্ষুণ্ণ রাখতে হবে।”

সদস্য সংগ্রহ অভিযানঃ

 আগামী জুলাই মাসে যুবমৈত্রী চট্টগ্রাম জেলার কাউন্সিল অনুষ্ঠানের লক্ষ্যে সদস্য সংগ্রহ অভিযান শুরু করা হয়েছে।প্রথম দিনেই একঝাঁক সাবেক মেধাবী ছাত্রনেতা সদস্যফরম পূরনের মাধ্যমে বেকারত্ব – বৈষম্যমূলক নিয়োগ-সাম্প্রদায়িকতা- মৌলবাদ বিরোধী লড়াইয়ের রাজপথের লড়াকু সংগঠন যুবমৈত্রীর পতাকাতলে সামিল হয়েছেন।তাঁদের মধ্যে আছেন ছাত্রমৈত্রী সাবেক কেন্দ্রীয় সভাপতি ফারুক আহমেদ রুবেল,  ছাত্রমৈত্রী সাবেক জেলা সহসভাপতি অভিজিৎ দাশ,সাবেক মহানগর ছাত্রমৈত্রী সভাপতি ও কেন্দ্রীয় সহ- সভাপতি  সৈয়দ শিবলী সাদিক,সাবেক ছাত্রমৈত্রী জেলা সভাপতি ও কেন্দ্রীয় সহ- সভাপতি সম্পদ রায়,সাবেক জেলা ছাত্রমৈত্রী সাধারন সম্পাদক ও কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক প্রকাশ সিকদার,সাবেক ছাত্রমৈত্রী মহানগর সহ সভাপতি দোলন পাল, সাবেক ছাত্রমৈত্রী জেলা সহ সভাপতি সাইফুদ্দিন সুজন ,সাবেক জেলা ছাত্রমৈত্রী অর্থ সম্পাদক বাবলু দাশ,সাবেক জেলা ছাত্রমৈত্রী  সহ সাধারন সম্পাদক সন্জয় দেব সুজন সাবেক মহানগর ছাত্রমৈত্রী প্রচার সম্পাদক ইউনুস ফয়সাল, সাবেক মহানগর সদস্য ছাইমুনুর রশিদ ( ছাইমুন) সহ একঝাঁক মেধাবী তারুণ্য।

সর্বশেষ