Thursday,5,December,2024
20 C
Dhaka
Thursday, December 5, 2024
Homeজাতীয়জেলে পল্লীতে অগ্নিকান্ড ও লুটপাটে ক্ষতিগ্রস্ত লণ্ডভণ্ড গ্রাম পরিদর্শন ওয়ার্কার্স পার্টির

জেলে পল্লীতে অগ্নিকান্ড ও লুটপাটে ক্ষতিগ্রস্ত লণ্ডভণ্ড গ্রাম পরিদর্শন ওয়ার্কার্স পার্টির

রংপুর প্রতিনিধিঃ রংপুরের পীরগঞ্জ উপজেলার বড়করিমপুর জেলে পল্লীতে অগ্নিকান্ড ও লুটপাটে ক্ষতিগ্রস্ত লণ্ডভণ্ড গ্রাম পরিদর্শন করেছেন ওয়ার্কার্স পার্টির নেতৃবৃন্দ। ১৯ অক্টোবর ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় পলিটব্যুরো সদস্য নজরুল ইসলাম হক্কানীর নেতৃত্বে পার্টির একটি টিম ক্ষতিগ্রস্ত এলাকা সরজমিন পরিদর্শন করেছেন।পরিদর্শন শেষে নেতৃবৃন্দ বলেন,ফেসবুকে পবিত্র কোরাআন অবমাননার গুজবের নানামুখী ডালপালা ছড়িয়ে একটি চিহৃিত সাম্প্রদায়িক শক্তি এলাকার ও চারপাশের লোকজনকে  জড়ো করে পরিকল্পিতভাবে হিন্দু ধর্মাবলম্বী জনগোষ্ঠীর ঘরবাড়িতে আগুন লাগিয়ে দেয় এবং লুটপাট করে।কারা এ কাজে নেতৃত্ব দিয়েছে – তাদের সবাইকেই এলাকার মানুষ চিনেছেন।নেতৃবৃন্দ চিহ্নত সাম্প্রদায়িক অপশক্তির হোতাদের দ্রুত বিচারের আওতায় এনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।নেতৃবৃন্দ দেশের সাম্প্রদায়িক সম্প্রীতির  উজ্জল ইতিহাস, ঐতিহ্যকে যারা মুছে ফেলতে চায় সেই অপশক্তির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান।সরজমিন পরিদর্শনকালে অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে ছিলেন রংপুর জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক অশোক সরকার,সম্পাদক মন্ডলীর সদস্য এনামূল হক,জেলা সদস্য দেবেন্দ্র নাথ রায়।

সর্বশেষ