শনিবার,১৫,নভেম্বর,২০২৫
27 C
Dhaka
শনিবার, নভেম্বর ১৫, ২০২৫
প্রচ্ছদজাতীয়রাজধানীতে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ

রাজধানীতে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা-ভাঙচুর-অগ্নিসংযোগ

রাজধানীতে জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ভাঙচুর অগ্নিসংযোগ। এ সময় কার্যালয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। আজ শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিজয়নগরে জাতীয় পার্টির অফিসে এ ঘটনা ঘটে।

জানা গেছে, বিজয়নগরে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে উত্তেজিত জনতা ভাঙচুর শুরু করে এবং আগুন ধরিয়ে দেয়। এরপর পুলিশ ও জনতার মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপ করা হয়। পরে পুলিশ জলকামান নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে।

এ ছাড়াও জলকামান নিক্ষেপ করে জাতীয় পার্টির কার্যালয়ের আগুন নিভিয়ে দেওয়া হয়। বর্তমানে সেখানে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছেন।  

প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার বিকেলে কাকরাইল মোড়ে একদল বিক্ষোভকারী জাতীয় পার্টির অফিসের দিকে মিছিল নিয়ে যায়। এর কিছুক্ষণ পর তারা সড়কে অগ্নিসংযোগ করে। পরে তারা জাতীয় পার্টির কার্যালয়ে হামলা করে এবং আগুন ধরিয়ে দেয়। এ সময় বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান নিক্ষেপ করা হয়। 

এর আগে ঠাকুরগাঁও, টাঙ্গাইল, ময়মনসিংহ, রাজশাহীতে জাতীয় পার্টির কার্যালয়ে হামলা-ভাঙচুর চালানোর অভিযোগও উঠে। একইসঙ্গে ঠাকুরগাঁওয়ের হরিপুরে ও রাজশাহীর কার্যালয়ে অগ্নিসংযোগও করা হয়।

উল্লেখ্য, আহত অবস্থায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

সর্বশেষ