24 C
Dhaka
শুক্রবার, মার্চ ৩১, ২০২৩

অনলাইন টিভি

Bangladesh
2,038,014
কোভিড-১৯ সর্বমোট আক্রান্ত
Updated on March 31, 2023 6:04 AM
Homeরাজনীতিসিলেটে রেড ব্রিগেডের মাস্ক বিতরণ ও টিকা নিবন্ধন

সিলেটে রেড ব্রিগেডের মাস্ক বিতরণ ও টিকা নিবন্ধন

নতুন কথা ডেস্ক : রেড ব্রিগেড সিলেটের উদ্যোগে ফ্রি কোভিড-১৯ টিকা নিবন্ধন ও মাস্ক বিতরণ করা হয়েছে।  সোমবার (৯ আগস্ট ২১) বিকাল ৪টায় সিলেটের বিশ্বনাথ উপজেলার শহরতলীতে ৪র্থ ধাপে অর্ধ-শতাধিক দিন মজুর ও নিম্নবিত্ত মানুষের মাঝে ফ্রি কোভিড-১৯ টিকা নিবন্ধন ও মাস্ক বিতরণের এই কার্যক্রম সম্পন্ন হয়।
এ সময় সবাইকে সচেতনতার বৃদ্ধির লক্ষ্যে সরকারের বিধি নিষেধ মেনে চলার আহবান জানিয়ে বলা হয় বার বার সাবান দিয়ে হাত ধোয়া করা, ঘর থেকে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করা, প্রয়োজন ছাড়া কেউ যেন বের না হন সে বিষয়ে লক্ষ রাখা, সবাই যাতে কোভিড-১৯ এর ভ্যাক্সিন গ্রহণ করেন ও টিকা নিবন্ধনে হয়রানি না হয়ে যারা নিবন্ধন করতে পারছেন না তাদেরকে রেড ব্রিগেডের সাথে যোগাযোগ করে নিবন্ধন করেন ( নিবন্ধনে-০১৯৩৩৬৬৪৮১১) এবং টিকা গ্রহণ সঠিক ভাবে পালনের আহবান জানানো হয়।
ফ্রি কোভিড-১৯ টিকা নিবন্ধন ও মাস্ক বিতরণকালে উপস্থিত ছিলেন  জেলা ছাত্র মৈত্রীর সভাপ্রতি ও সদস্য সচিব মাসুদ রানা চৌধুরী, ছাত্র মৈত্রীর জেলা স্কুল বিষয়ক সম্পাদক রবিউল ইসলাম, রাজিব আহমেদ প্রমুখ।

সর্বশেষ