বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর এক বিবৃতিতে জামায়েত নেতা এটিএম আজাহারুল ইসলামের মুক্তিতে তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলে, “মহান মুক্তিযুদ্ধের বিরোধীতাকারী লাখো শহীদের খুন হত্যার সঙ্গী জামায়েত ইসলাম তাদের নেতা ইতিহাস স্বীকৃত যুদ্ধাপরাধী এটিএম আজহারুল ইসলামের কারামুক্তি মুক্তিযুদ্ধের ইতিহাসের সঙ্গে শঠতা পূর্ণ সিদ্ধান্ত। বিচারিক প্রহসনে জাতি যেমন হতাশ তেমনি আইন আদালতের নিরপেক্ষতার বিষয়টিও বড় মাপের প্রশ্ন বোধক চিহ্ন হয়ে দেখা দিলো। মুক্তিযুদ্ধের চেতনা জাগরুক থাকলে জনগণ কখনই এই শঠতাপূর্ণ প্রহসনমূলক সিদ্ধান্ত মেনে নেবে না। ইতিহাসই পুন:বিচারের কাঠগড়ায় দাঁড় করাবে।
এদেশের লুটেরা সা¤্রাজ্যবাদী, সাম্প্রদায়িক শক্তির তোষণবাদী বুর্জোয়া শাসক গোষ্ঠী দেশকে মু্িক্তযুদ্ধের চেতনা থেকে যতই ঠেলে দুরে সরাতে চেষ্টা করুক না কেন রক্তবীজের মত সমাজবদলের মুক্তিযোদ্ধার সন্তানদের পূর্ন:জন্ম হবে। প্রতিরোধের শক্তি গড়ে তুলবে। সেই লক্ষ্যে মুক্তিযুদ্ধের স্বপক্ষে সকল বাম প্রতিগতিশীল গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে।”



